মদপানে রাবির ২ শিক্ষার্থীর মৃত্যু
৭ এপ্রিল ২০১৯ ০৯:৪০ | আপডেট: ৭ এপ্রিল ২০১৯ ১০:৪১
রাবি: অতিরিক্ত মদপানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার (৭ এপ্রিল) সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) চিকিৎসাধীন তাদের মৃত্যু হয়। বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক হুমায়ুন কবীর এ তথ্য নিশ্চিত করেছেন।
মৃতরা হলেন, ২০১৬-১৭ শিক্ষাবর্ষের অর্থনীতি বিভাগের ছাত্র তূর্য রায় এবং আইন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মু’তাসিম রাফিদ খান।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক হুমায়ুন কবীর জানান, শনিবার রাতে নগরীর মোন্নাফের মোড় এলাকার একটি মেসে ওই দুই শিক্ষার্থী মদপান করে অসুস্থ হয়ে পড়ে। রাতেই তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রোববার সকালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
মেস বাড়ির মালিক আলফাজ হোসেন জানান, হাসপাতালে আনার সঙ্গে সঙ্গেই মু’তাসিম মারা যান। রোববার সকাল ৮টার দিকে তূর্যও মারা যান। অপর শিক্ষার্থী রুয়েটের রকি হাসপাতালে চিকিৎসাধীন।
এদিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মারা যাওয়ার খবরে হাসপাতালে ছুটে যান অর্থনীতি বিভাগের সভাপতি অধ্যাপক কে বি এম মাহবুবুর রহমান।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফুর রহমান বলেন, ‘আমি শুনতে পেয়েছি- আমাদের দুজন ছাত্র অতিরিক্ত ড্রিংকস করার কারণে অসুস্থ হয়ে মারা যান। তাদের মরদেহ বর্তমানে রামেক হাসপাতাল মর্গে আছে।‘
সারাবাংলা/এমএইচ