Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বঙ্গবন্ধুকে নিয়ে নাটক-লেখালেখিতে ট্রাস্টের অনুমতির প্রয়োজন নেই


৭ এপ্রিল ২০১৯ ০১:১০ | আপডেট: ৭ এপ্রিল ২০১৯ ০১:৩১

ঢাকা: এখন থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নির্ভর যেকোনো ধরনের নাটক নির্মাণ, লেখালেখি এবং ক্রীড়া অনুষ্ঠান/টুর্নামেন্ট আয়োজনের জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট-এর কোনো প্রকার অনুমোদনের প্রয়োজন নেই বলে সিদ্ধান্ত গ্রহণ করেছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট।

শনিবার (এপ্রিল) সন্ধ্যায় বঙ্গবন্ধু ভবন ধানমন্ডি-৩২ এ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট এর সাধারণ সভায় এমন সিদ্ধান্ত গৃহীত হয়। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এ বি এম সরওয়ার ই আলম সরকার এ তথ্য জানান।

বিজ্ঞাপন

ট্রাস্টি বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করেন । সভায় উপস্থিত ছিলেন ট্রাস্টি বোর্ডের সদস্য জনাব রাদওয়ান মুজিব সিদ্দিক, জনাব শেখ হাফিজুর রহমান প্রমুখ । আলোচনার শুরুতেই ট্রাস্টের কোষাধ্যক্ষ জনাব এ এম রফিক এর মৃত্যুতে শোক প্রস্তাব গৃহীত হয়।

সভায় গৃহীত অন্যতম সিদ্ধান্ত হলো, এখন থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নির্ভর যেকোনো ধরনের নাটক নির্মাণ, লেখালেখি এবং ক্রীড়া অনুষ্ঠান/টুর্নামেন্ট আয়োজনের জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট এর কোনো প্রকার অনুমোদনের প্রয়োজন নেই।

এছাড়া অন্যান্য গৃহীত সিদ্ধান্তগুলো হলো, ১৫ আগস্টে বঙ্গবন্ধু পরিবারের শহিদ সদস্যদের নামে ১৩টি প্রতিষ্ঠানের নামকরণ এবং মোট ৫০,২০০ টাকা শিক্ষাবৃত্তির অনুমোদন।

সারাবাংলা/এনআর/এনএইচ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধুর জীবনী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর