বেপরোয়া বাস নির্মাণাধীন মেট্রোরেলে, যাত্রী নিহত
৭ এপ্রিল ২০১৯ ০০:৫৮ | আপডেট: ৭ এপ্রিল ২০১৯ ০১:৩২
রাজধানীর কারওয়ান বাজারে নিয়ন্ত্রণ হারিয়ে বিকল্প পরিবহনের একটি বাস নির্মাণাধীন মেট্রোরেলের সামগ্রীর ওপর ওঠে গেলে দুর্ঘটনায় বাসটির যাত্রী জরিনা বেগমের(৬০) মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন তার মেয়ে বেবী আক্তার(৩০) ও কয়েকজন। শনিবার (৬ এপ্রিল) দিনগত রাত পৌনে ১১ টার দিকে এই ঘটনা ঘটে।
নিহত নারীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা পথচারী ফাহিম জানান, মিরপুরগামী বিকল্প পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে কারওয়ান বাজারে নির্মাণাধীন মেট্রোরেলের নির্মাণ সামগ্রী ওপর ওঠিয়ে দেয়। এতে বাসে থাকা মা-মেয়েসহ কয়েকজন যাত্রী আহত হন। পরে তাদের হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক জরিনা বেগমকে মৃত ঘোষণা করেন। আর তার মেয়ে আহত বেবী আক্তার জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।
ঢামেক হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, আহত বেবী চিকিৎসাধীন রয়েছেন।
আহত বেবী জানিয়েছেন, তাদের বাড়ি কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার সরস্বতী গ্রামে। বাবা মৃত হাফিজ উদ্দিন। বর্তমানে তারা মিরপুর ১১ নম্বর সেকশনের পলাশ নগর থাকেন। ফকিরাপুল আত্মীয় বাসা থেকে বাসে করে তারা মিরপুরে ফিরছিলেন।
সারাবাংলা/এসএসআর/এনএইচ