Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নকল প্রসাধনীসহ গ্রেফতার দুই


২৪ জানুয়ারি ২০১৮ ২০:৫২

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: রাজধানীর কামরাঙ্গীর চর এলাকা থেকে আড়াই লাখ টাকার নকল প্রসাধনীসহ দুইজন‌কে গ্রেফতার ক‌রে‌ছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সিরিয়াস ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ। মঙ্গলবার রা‌তে তা‌দের গ্রেফতার করা হয়।

বুধবার দুপু‌রে রাজধানীর মি‌ন্টো রো‌ডে ডিএম‌পি মি‌ডিয়া সেন্টা‌রে এক সংবাদ স‌ম্মেল‌নে এ তথ্য জানান ঢাকা মে‌ট্রোপ‌লিটন পু‌লি‌শের অতি‌রিক্ত ক‌মিশনার (ডি‌বি) দেবদাস ভট্টাচার্য।

গ্রেফতাররা হ‌লেন- মফিজুল ইসলাম ওরফে মোফেজ এবং মো. সাইফ মাহমুদুল ওরফে বিল্লাল।

দেবদাস ভট্টাচার্য ব‌লেন, গ্রেফতার‌দের কাছ থেকে ৮৫টি নকল সেভিং ফোম, তিনশ ৮৪টি স্ক্রাব, ৩৫টি ক্যাস্টর ওয়েল, ৩৫টি ক্লিনজিং মিল্ক, ২০টি বডি লোশন, চারশ ১২টি ফেয়ারনেস ক্রিম, একশটি কিউকাম্বার ফেসওয়াশ, একশটি হার্বাল প্যাক, ৫০টি নেইল পলিশ রিমুভারসহ আনুমানিক দুই লাখ ২০ হাজার ৪০০ টাকা মূল্যের ভেজাল প্রসাধনী জব্দ করা হয়।

এই প্রতারক চক্রটি অনেকদিন ধরে নকল প্রসাধনসাম‌গ্রী তৈ‌রি ক‌রে রাজধানীসহ দে‌শের বি‌ভিন্ন স্থা‌নে বি‌ক্রি করত ব‌লে জানান ডি‌বির অতিরিক্ত ক‌মিশনার।

সারাবাংলা/এসআর/এমএ

গ্রেফতার নকল_প্রসাধনী

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর