Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাস উল্টে নিহত ৫


৬ এপ্রিল ২০১৯ ০৬:৪৫ | আপডেট: ৬ এপ্রিল ২০১৯ ১১:৪৪

গাইবান্ধার গোবিন্দগঞ্জে যাত্রীবাহী বাস উল্টে ৫ জন নিহত এবং ১৫ জন আহত হয়েছেন। শনিবার (০৬ এপ্রিল) রাত ৩ টার সময় ঢাকা-রংপুর মহাসড়কের জুম্মার ঘর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এছাড়া, নিহতদের মধ্যে ৪ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন রংপুর মিঠাপুকুরের রিয়াজ উদ্দিন, লালমনির হাটের পাটগ্রামের মাহাবুল ইসলাম, টাঙ্গাইলের সুনীল কুমার ও বাসের হেলপার লালমণির হাটের হাতীবান্ধা থানার দোয়ানী গ্রামের বিদ্যুৎ।

বিজ্ঞাপন

হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আখতারুজ্জামান জানান, ঢাকা থেকে বুড়িমারীগামী বরকত এন্টারপ্রাইজের একটি নৈশ-কোচ গোবিন্দগঞ্জ উপজেলার বালুয়া জুম্মারঘর নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে গেলে ঘটনাস্থলেই ৫ জন নিহত হয় এবং অপর ১৫জন গুরুতর আহত হয়।

আহত যাত্রীরা জানান, বাসটি বেপরোয়া চালানোর কারণে এ দুর্ঘটনা ঘটেছে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রামকৃষ্ণ বর্মন আহতদের চিকিৎসার খোঁজ-খবর নেন এবং নিহতদের পরিবারকে ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার কথা জানান। দুঘর্টনার কারণ অনুসন্ধানে একটি তদন্ত টিম গঠন করা হবে বলে জানিয়েছেন তিনি।

সারাবাংলা/ এনএইচ

গাইবান্ধা সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর