Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দাহ্য পদার্থ নিয়ে সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ


৬ এপ্রিল ২০১৯ ০৩:৩৮

অগ্নিকাণ্ড প্রতিরোধে সব ধরনের দাহ্য পদার্থ নিয়ে সুন্দরবনে প্রবেশ এবং তা বহন ও ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করেছে বন বিভাগ।
ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা ও চাঁদপাই রেঞ্জের বন সন্নিহিত লোকালয়ে এ সংক্রান্ত মাইকিং ও প্রচারণা চালানো হয়েছে।  খবর বাসসের।

‘ওয়ার্ল্ড হ্যারিটেজ সাইট’ এই বনে জেলে, বাওয়ালী, মৌয়ালসহ ইকো-টুরিস্টরা যাতে কোনো ধরনের দাহ্য পদার্থ বহন করতে না পারে সেজন্য বনরক্ষীরা তল্লাশি শুরু করেছে। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে নেয়া হয়েছে কঠোর নজরদারি।

বিজ্ঞাপন

বাগেরহাটে পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. মাহমুদুল হাসান জানান, শুষ্ক মৌসুমে সুন্দরবনে আগুন লাগার আশঙ্কা বেড়ে যায়। কিছু কিছু জেলে ও বনজীবী চোরাপথে শরণখোলা ও চাঁদপাই রেঞ্জের বনের মধ্যে ঢুকে রাতের আঁধারে ছোট-ছোট বিলের মিঠাপানির মাছ ও মধু আহরণ করতে যায়। এ সময় দাহ্য পদার্থ ব্যবহারের কারণে অনেকসময় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

তিনি বলেন, ‘সুন্দরবনে অগ্নিকাণ্ড ঠেকাতে সবধরনের দাহ্য পদার্থ বহন-ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধের পাশাপাশি বন সন্নিহিত এসব লোকালয়ে প্রচার-প্রচারণা চালানো হচ্ছে। শুক্রবার দিনভর মাইকিং ও জুমার নামাজের পর মুসল্লিদের মধ্যে প্রচারণা চালানো হয়েছে।’

সারাবাংলা/এনএইচ

দাহ্য পদার্থ সুন্দরবন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর