Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রামপুরায় গলা কেটে তরুণের আত্মহত্যা!


৫ এপ্রিল ২০১৯ ০৯:০১ | আপডেট: ৫ এপ্রিল ২০১৯ ০৯:২৭

সংগৃহীত ও প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর রামপুরা ওয়াপদা রোড এলাকার নিজ বাসায় শাহারিয়ার হাসান সোহাগ (২২) নামে এক তরুণকে গলা কাটা অবস্থায় উদ্ধার করেন তার পরিবারের সদস্যরা। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সোহাগের স্বজনরা বলছেন, তিনি নিজেই গলা কেটে আত্মহত্যা করেছেন।

বৃহস্পতিবার (৪ মার্চ) দিবাগত রাত ২টার দিকে সোহাগকে গলা কাটা অবস্থায় উদ্ধার করা হয়। মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে নিয়ে গেলে শুক্রবার (৫ মার্চ) ভোর সাড়ে ৪টার দিকে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

পশ্চিম রামপুরা ওয়াপদা রোডের ১২০ নম্বর বাসায় পরিবারের সঙ্গে থাকতেন সোহাগ। তার বাবা মৃত সৈয়দ সামিউল্লাহ।

সোহাগের বোন সুমাইয়া আক্তার জানান, সোহাগ কয়েক বছর ধরে মাদক সেবন করতেন। এর আগে কয়েকবার তাকে মাদক নিরাময় কেন্দ্রে ভর্তিও করা হয়েছিল। কিন্তু সেখান থেকে ফিরে তিনি ফের মাদকাসক্ত হয়ে পড়েন। সোহাগ এর আগে হারপিক খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন বলেও জানান তিনি।

সুমাইয়া জানান, রাতে চিৎকার শুনে তারা সোহাগের রুমে ছুটে যান। গিয়ে দেখেন, গলা কাটা অবস্থায় পড়ে আছেন সোহাগ। এসময় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান তারা।

ঢামেক হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, গলা কাটা অবস্থায় এক তরুণকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

সারাবাংলা/এসএসআর/টিআর

আত্মহত্যা

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর