Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২০২৪ সালে বাংলাদেশ উন্নয়নশীল দেশে পরিণত হবে: বাণিজ্যমন্ত্রী


৫ এপ্রিল ২০১৯ ০৭:১৮

ঢাকা: বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি বলেছেন, বাংলাদেশ ২০২৪ সালে উন্নয়নশীল দেশে পরিণত হবে। বিশ্ব বাণিজ্যের চ্যালেঞ্জ মোকাবিলা করতে উন্নয়নশীল বাংলাদেশের জন্য ডব্লিউটিও’র সাহায্য প্রয়োজন হবে বলেও জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী।

বুধবার (৩ এপ্রিল) সুইজারল্যান্ডের জেনেভায় বিশ্ব বাণিজ্য সংস্থার সদর দফতরে ৫ম ট্রেডপলিসি রিভিউ’র ১ম সভায় বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী বক্তব্যে বাংলাদেশের বাণিজ্য, শিল্প, বিনিয়োগ ও অর্থনৈতিক ক্ষেত্রে সরকারের গৃহীত পদক্ষেপ ও সংস্কারসমূহ তুলে ধরেন।

বিজ্ঞাপন

ডব্লিউটিও’র ট্রেডপলিসি রিভিউ বডির চেয়ারম্যান অ্যাম্বাসেডর টিহাংকির এ সভায় সভাপতিত্ব করেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, রপ্তানি বাণিজ্যে বাংলাদেশ সুনামের সঙ্গে এগিয়ে চলেছে। গত অর্থবছরে গত অর্থ বছরে বাংলাদেশের রপ্তানি ছিল প্রায় ৩৭ বিলিয়ন মার্কিন ডলার। ২০২১ সালে রপ্তানি লক্ষ্য মাত্রা ধরা হয়েছে ৬০ বিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশের রপ্তানি প্রত্যাশার চেয়েও ভালো। বাংলাদেশ বিশ্ববাণিজ্য সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য। বরাবরই বাংলাদেশ বিশ্ববাণিজ্য সংস্থায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।

মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ১শ’ স্পেশাল ইকোনমিক জোন গড়ে তোলার কাজ দ্রুত এগিয়ে চলছে। দেশি-বিদেশী বিনিয়োগকারীগণও বিনিয়োগে এগিয়ে আসতে শুরু করেছে।

বাংলাদেশ সরকার বিনিয়োগে বিশেষ সুযোগ-সুবিধা প্রদান করছে উল্লেখ করে তিনি বলেন, আগামী ১৫ বছরে এখানে এক কোটির (১০ মিলিয়ন) বেশি মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে। অতিরিক্ত রপ্তানি আয় হবে ৪০ বিলিয়ন মার্কিন ডলার।

বিজ্ঞাপন

এসময় মন্ত্রী ট্রিপস চুক্তির মেয়াদ বৃদ্ধির সুবিধা বাংলাদেশের প্রয়োজন বলেও জানান।

এবারের এই সভাতে বিশ্ববাণিজ্য সংস্থার প্রায় সকল সদস্যের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। বাণিজ্যমন্ত্রী সভায় প্রতিবেদন এবং সদস্য দেশসমূহের লিখিত প্রশ্নের আলোকে বক্তব্য উপস্থাপন করেন।

বাণিজ্যমন্ত্রীর বক্তব্যের পর কানাডার অ্যাম্বাসেডর বাওয়ের, ডব্লিউটিও সেক্রেটারিয়েট আলোচনায় অংশ নেন। এর পর মুক্ত আলোচনা পর্বে ইউরোপিয়ান ইউনিয়ন, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া ও জাপানসহ ৩০ টি দেশ অংশগ্রহণ করে। এই সময় বাংলাদেশের আমদানি শুল্ক কমানোসহ বাণিজ্য ও বিনিয়োগের নীতিমালা সমূহ উদারীকরণের জন্য একাধিক দেশের প্রতিনিধি অনুরোধ জানান বাণিজ্যমন্ত্রীকে।

উল্লেখ্য, বাণিজ্যমন্ত্রীর নেতৃত্বে বাণিজ্য সচিব মো. মফিজুল ইসলাম, জেনেভাতে বাংলাদেশ মিশনের স্থায়ী প্রতিনিধি শামীম এম আহসানসহ ১৬ সদস্যের প্রতিনিধিদল এই ট্রেডপলিসি রিভিউয়ে অংশগ্রহণ করছেন।

শুক্রবার (৫ এপ্রিল) বাংলাদেশের ট্রেড-পলিসি রিভিউ’র দ্বিতীয় পর্যায়ের প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে ১৮টি দেশ ১৪০টি লিখিত প্রশ্ন দাখিল করেছে। বাংলাদেশ প্রতিনিধি দল এ প্রশ্নগুলোর জবাব দেবে। সূত্র:বাসস।

সারাবাংলা/এসবি

ডব্লিউটিও’র বাণিজ্যমন্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর