ফ্রান্স-বাংলা প্রেসক্লাবের সভাপতি দেবেশ ও সম্পাদক হিমু
৪ এপ্রিল ২০১৯ ১৭:৫৮ | আপডেট: ৪ এপ্রিল ২০১৯ ১৭:৫৯
ঢাকা: এটিএন বাংলা ও এটিএন নিউজের ফ্রান্স প্রতিনিধি দেবেশ বড়ুয়াকে সভাপতি এবং এসএ টিভির ফ্রান্স প্রতিনিধি আব্দুল মালেক হিমুকে সাধারণ সম্পাদক করে ‘ফ্রান্স-বাংলা প্রেসক্লাবের’ নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ এপ্রিল) ঢাকায় পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় সময় বুধবার বিকেলে প্যারিসের বাংলাভিশন ব্যুরো অফিসে এক বৈঠকে ফ্রান্স-বাংলা প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
সভায় সর্বসম্মতিক্রমে প্রবাসে বাংলার সম্পাদক অধ্যাপক অপু আলমকে সিনিয়র সহসভাপতি, দৈনিক ইনকিলাবের প্রতনিধি দেলওয়ার হোসেন সেলিম সহসভাপতি নির্বাচিত হন।
এছাড়া আগামী ১৫ কার্যদিবসের মধ্যে ফ্রান্স-বাংলা প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটির তালিকা ঘোষণা করবে বলে সভায় সিদ্ধান্ত হয়।
সারাবাংলা/এজেড/এমআই