Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফতুল্লায় বাসচাপায় অটোরিকশা চালকের মৃত্যু


৪ এপ্রিল ২০১৯ ১৩:৪৮ | আপডেট: ৪ এপ্রিল ২০১৯ ১৩:৫০

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লায় বাসচাপায় আব্দুল হাকিম (৩০) নামে এক ব্যাটারি চালিত অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন দুই যাত্রী।বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকালে উপজেলার পরনো পাগলায় এ দুর্ঘটনা ঘটেছে। ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রক্তিম এ তথ্য নিশ্চিত করেছেন।

মৃত আব্দুল হাকিম কুড়িগ্রাম জেলার রাজারহাট থানার ফকিরহাট গ্রামের আজগর আলীর ছেলে। তিনি ফতুল্লার দাপা ইদ্রাকপুর এলাকার নুরু মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন।

বিজ্ঞাপন

আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

এসআই রক্তিম জানান, সিদ্ধিরগঞ্জের একটি পোশাক কারখানার শ্রমিকবাহী বাস সকাল ৮টার দিকে ঢাকা থেকে ফতুল্লার দিকে আসছিল। পথে পাগলা এলাকায় অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালক মারা যান। ঘটনার পর চালক পালালেও বাসটি জব্দ করা হয়েছে। অটোরিকশাটি ধুমড়ে-মুচড়ে গেছে, সেটিও উদ্ধার করা হয়েছে। ঘাতক বাসটির চালক ও হেলপার পালিয়ে গেছে।

সারাবাংলা/এমএইচ

আরও পড়ুন

নারায়ণগঞ্জে ট্রলার ডুবি : ব্যাংক কর্মকর্তাসহ ৩ জন নিখোঁজ

অটোরিকশা চালকের মৃত্যু সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর