Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কাঠাঁলবাড়ী ফেরি থেকে পড়ে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার


৪ এপ্রিল ২০১৯ ১৩:১৭

সংগৃহীত ও প্রতীকী ছবি

মাদারীপুর জেলার শিবচরের কাঁঠালবাড়ী ফেরি ঘাটে ফেরি থেকে পড়ে নিখোঁজ মেহেদী হাসান রকি (২২) নামের যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকাল দশটার দিকে কাঁঠালবাড়ী ৩নং ফেরি ঘাটের পল্টুনের নিচ থেকে তার লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরিদল। এর আগে, বুধবার (৩ এপ্রিল) দিবাগত রাত ১১ টার দিকে ফেরি থেকে পরে নিখোঁজ হন তিনি।

শিবচর ফায়ার সার্ভিস সূত্র জানায়, সকাল সাড়ে নয়টা থেকে ডুবুরি দল ফেরিঘাটের পদ্মানদীতে অভিযান চালায়। দশটার দিকে ফেরির পল্টুনের নিচ থেকে লাশটি উদ্ধার করে তারা। নিখোঁজ যুবক মাদারীপুরের ঘটকচর এলাকার মিজান হাওলাদারের ছেলে। সে বরিশালে তার আত্মীয়ের বাড়ি থেকে ঢাকা যাচ্ছিল।

বিজ্ঞাপন

শিবচর ফায়ার সার্ভিস কর্মকর্তা মুর্তোজা ফকির জানান, রাতে ফেরি থেকে পা পিছলে নদীতে পরে যায় যুবক মেহেদী হাসান রকি। সকাল দশটার দিকে তার লাশ উদ্ধার করা হয়।

সারাবাংলা/এনএইচ

নিখোঁজ যুবক লাশ উদ্ধার

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর