মাদারীপুরে সন্তানকে হত্যা করে মায়ের আত্মহত্যা!
৪ এপ্রিল ২০১৯ ১০:৩১ | আপডেট: ৪ এপ্রিল ২০১৯ ১২:১৪
মাদারীপুর: মাদারীপুরের শিবচরের উমেদপুর ইউনিয়নের পশ্চিম কাঁচিকাটা গ্রামের একটি ভাড়া বাসা থেকে এক মা ও তার শিশু পুত্রের লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ ধারণা করছে, সন্তানকে হত্যা করে আত্মহত্যা করেছেন ওই মা।
বুধবার (৩ এপ্রিল) রাত ১০টার দিকে ঘরের দরজা ভেঙে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় রেবা খাতুন (২৫) ও বিছানায় শিশুপুত্র রাইয়ানের (২) লাশ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার পশ্চিম কাঁচিকাটা এলাকায় লালটু মিয়া নামের এক এনজিওকর্মী স্ত্রী ও সন্তান নিয়ে ভাড়া বাসায় থাকতেন। বুধবার সন্ধ্যা থেকে তাদের ঘরের দরজা ভেতর থেকে বন্ধ অবস্থায় পাওয়া যায়। দীর্ঘক্ষণ ঘরের ভেতরে কোন সাড়াশব্দ না পেয়ে আশপাশের লোকজন দরজা ধাক্কা দেয়। তাতেও কোনো সাড়া না পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে দরজা ভেঙে ভেতর থেকে লাশ দুইটি উদ্ধার করে।
মাদারীপুরের সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) মো. সোনাহর আলী বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই এবং ঘরের ভেতর থেকে আটকানো দরজা ভেঙে মৃতদেহ দু’টি বের করি। ধারণা করা হচ্ছে, সন্তানকে হত্যা করে নিজে আত্মহত্যা করেছেন ওই নারী। লাশ দুইটি ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
সারাবাংলা/টিআর