Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

একাদশ সংসদের দ্বিতীয় অধিবেশন বসছে ২৪ এপ্রিল


৪ এপ্রিল ২০১৯ ০৯:৪৫ | আপডেট: ৪ এপ্রিল ২০১৯ ০৯:৫৩

জাতীয় সংসদ (ছবি: উইকিপিডিয়া)

ঢাকা: একাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন বসবে আগামী ২৪ এপ্রিল। ওই দিন বিকেল ৫টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হবে।

বুধবার (৩ এপ্রিল) সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংসদের দ্বিতীয় এই অধিবেশন আহ্বান করেছেন।

সংসদ সচিবালয় সূত্র জানায়, ওই দিন সংসদ অধিবেশন শুরুর আগে সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের মেয়াদ ও কার্মসূচি চূড়ান্ত হবে। এই অধিবেশন সর্বোচ্চ পাঁচ দিন চলতে পারে। কারণ আগামী জুনে বাজেট অধিবেশন বসবে। আগামী ১৩ জুন সংসদে বাজেট পেশ করা হবে। এর আগে ১১ জুন বাজেট অধিবেশন বসতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

উল্লেখ্য, চলতি সংসদের প্রথম অধিবেশন গত ৩০ জানুয়ারি শুরু হয়ে ১১ মার্চ শেষ হয়। ওই অধিবেশনে সরকার ও বিরোধী দলীয় সদস্যরা সক্রিয় ভূমিকা রাখলেও বিএনপির নির্বাচিত সংসদ সদস্যরা যোগ দেননি। নির্বাচন বাতিলের দাবি জানিয়ে তারা শপথ অনুষ্ঠান বর্জন করেন। অবশ্য বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টের শরীক দল গণফোরামের দুই সদস্য সুলতান মোহাম্মদ মনসুর ও মোকাব্বির খান এরই মধ্যে শপথ নিয়েছেন।

সারাবাংলা/এএইচএইচ/টিআর

একাদশ জাতীয় সংসদ একাদশ সংসদের দ্বিতীয় অধিবেশন দ্বিতীয় সংসদ অধিবেশন সংসদ অধিবেশন

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর