নুরদের ওপর হামলার ঘটনায় তদন্ত সাপেক্ষে ব্যবস্থা: ঢাবি ভিসি
৩ এপ্রিল ২০১৯ ১১:২৬ | আপডেট: ৩ এপ্রিল ২০১৯ ১১:৪১
হামলার প্রতিবাদ করতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরসহ বেশ কয়েকজন শিক্ষার্থী সলিমুল্লাহ মুসলিম (এসএম) হলে ফের হামলার শিকার হন। তদন্ত সাপেক্ষে এই ঘটনার ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান।
বুধবার (৩ এপ্রিল) তার অফিসে সাংবাদিকদের সামনে তিনি একথা জানান। উপাচার্য বলেন, হামলার ঘটনা অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তাদের এ বিষয়ে ব্যবস্থা নিতে বলা হয়েছে।
তবে ভিপি নুর এ বিষয়ে পরবর্তীতে গণমাধ্যমকে তার মতামত জানাবেন।
আরও পড়ুন: ১৪ ঘণ্টা অবস্থানের পর নুরকে সঙ্গে নিয়ে গেল প্রশাসন
এদিন সকালে দীর্ঘ দেড় ঘণ্টা ভিপি নুরের সঙ্গে আলোচনা করেন ভিসি মো. আখতারুজ্জামান। হামলার প্রতিবাদে ১৪ ঘণ্টা অবস্থান ধর্মঘটের পর পর বুধবার (৩ এপ্রিল) সকালে উপাচার্য নুরকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে নিয়ে যান। নুরসহ বেশ কয়েকজন শিক্ষার্থী মঙ্গলবার (২ এপ্রিল) সন্ধ্যা ৭টা থেকে খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছিলেন।
তবে ঘটনার শুরু হয় সোমবার (১ এপ্রিল), সেদিন দিবাগত রাতে ঢাবি উর্দু বিভাগ ও এসএম হলের আবাসিক শিক্ষার্থী মো. ফরিদ হাসানকে মারধর করে হল থেকে বের করে দেন হল শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। মঙ্গলবার বিকেল ৪টায় রাজু ভাস্কর্যের পাদদেশে এ ঘটনার প্রতিবাদে আয়োজিত এক মানববন্ধনে যোগ দেন ভিপি নুর। সেদিন সন্ধ্যায় নুর ও তার সমর্থকদরা এসএম হলে গেলে তাদের ওপর হামলার ঘটনা ঘটে।
সারাবাংলা/কেকে/এনএইচ