Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডেমরায় পাটকল শ্রমিকদের বিক্ষোভ, রাস্তা অবরোধ


৩ এপ্রিল ২০১৯ ১০:০৬

ফাইল ছবি: খুলনায় পাটকল শ্রমিকদের বিক্ষোভ

ঢাকা: মুজুরি কাঠামো বাস্তবায়নসহ আট দফা দাবিতে সকাল থেকে রাজধানীর ডেমরা এলাকায় পাটকল শ্রমিকদের বিক্ষোভ চলছে। শ্রমিকরা এসময় রাস্তা অবরোধ করে রাখেন। বুধবার (৩ এপ্রিল) সকাল ৮টার দিকে শুরু হয় শ্রমিকদের এই বিক্ষোভ ও রাস্তা অবরোধ।

এর আগে, মঙ্গলবার (২ এপ্রিল) সারাদেশে বিক্ষোভ করেন পাটকল শ্রমিকরা। খুলনায় প্রায় ৫০ হাজার শ্রমিক বকেয়া পাওনা পরিশোধসহ ৯ দফা দাবিতে রাজপথ-রেলপথ অবরোধ কর্মসূচিও পালন করেন। খুলনা-যশোর অঞ্চলের রাষ্ট্রায়ত্ব নয়টি পাটকলের শ্রমিকরা ৭২ ঘণ্টা পালন করেন মিল ধর্মঘট।

বিজ্ঞাপন

পাটখাতে প্রয়োজনীয় অর্থবরাদ্দ, বকেয়া মজুরী- বেতন পরিশোধ, জাতীয় মজুরি ও উৎপাদনশীলতা কমিশনের রোয়েদাদ ২০১৫ কার্যকর, অবসর প্রাপ্ত শ্রমিক-কর্মচারীদের পিএফ ও গ্র্যাচুইটির অর্থ পরিশোধ সহ নয়দফা বাস্তবায়নের দাবিতে গত শুক্রবার ৭২ ঘন্টা মিল ধর্মঘট, রাজপথ-রেলপথ অবরোধসহ চারদিনের নতুন কর্মসূচির ডাক দেয় পাটকল শ্রমিকলীগ।

সারাবাংলা/ইউজে/এনএইচ

পাটকল শ্রমিকদের বিক্ষোভ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর