Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিটি গ্রুপের অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী


৩ এপ্রিল ২০১৯ ০৫:৫৯ | আপডেট: ৩ এপ্রিল ২০১৯ ০৮:০১

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে নারায়ণগঞ্জের রূপগঞ্জে সিটি গ্রুপের সিটি অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করবেন। বুধবার (৩ এপ্রিল) সকাল ১০টায় সিটি অর্থনৈতিক অঞ্চলের এ উদ্বোধন অনুষ্ঠিত হবে। অঞ্চলটি হলে প্রাথমিকভাবে ৩ হাজার লোকের কর্মসংস্থান হবে।

জানাগেছে, দেশে ভোগ্যপণ্য খাতের শীর্ষস্থানীয় ব্যবসায়িক গোষ্ঠী সিটি গ্রুপ একটি বেসরকারি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার অনুমোদন পেয়েছে। আগামী তিন বছরের মধ্যেই সেখানে সিটি ইকোনমিক জোন তৈরি হবে। চলতি বছরে এ অঞ্চলে ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে প্রতিষ্ঠানটি।

বিজ্ঞাপন

বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল বেজার পক্ষ থেকে জানানো হয়, ঢাকা-সিলেট মহাসড়ক থেকে দুই কিলোমিটার দূরে শীতলক্ষ্যা নদ ঘেঁষা নোয়াগাঁও, চরগন্ধবপুর ও উত্তর রূপসী মৌজার ৭৮ একর জমির ওপড় এ অঞ্চল প্রতিষ্ঠা করা হচ্ছে। বীজ প্রক্রিয়াকরণ, অটোরাইস মিল, ডালের মিল ও ভোজ্য তেলের কারখানা করার পরিকল্পনা রয়েছে এখানে।

সিটি গ্রুপ কতৃপক্ষ সূত্রে জানা যায়, এই অঞ্চলে প্রাথমিকভাবে ৩ হাজার লোকের কর্মসংস্থান হবে। পরবর্তী ৫ বছরে ২০ হাজার লোকের কর্মসংস্থান হওয়ার আশা প্রকাশ করছেন কতৃপক্ষ।

সারাবাংলা/এআই/এমআই

অর্থনৈতিক অঞ্চল

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর