জীবনের নিরাপত্তা চেয়ে শাহরিয়ার নাজিম জয়ের জিডি
৩ এপ্রিল ২০১৯ ০৫:৩৪ | আপডেট: ৩ এপ্রিল ২০১৯ ১১:০৩
ঢাকা: সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইমোতে হত্যার হুমকি পাচ্ছেন বলে অভিযোগ করেছেন অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। মঙ্গলবার (২ এপ্রিল) হত্যার হুমকি ও ফেসবুক আইডি হ্যাকড হওয়ার কারণে সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগে অভিযোগ দায়ের করে জিডি করেছেন তিনি।
নিজের জীবন নাশের হুমকি দেখা দিয়েছে উল্লেখ করে একটি ফেসবুক আইডি থেকে দেওয়া ভিডিও বার্তায় তিনি জানিয়েছেন, জীবন বাঁচাতে তিনি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান।
প্রাণনাশের হুমকি পেয়ে জয়ের থানায় জিডি করার বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের সাইবার ক্রাইম ইউনিটের এডিসি নাজমুল ইসলাম। তিনি জানান, অভিনেতা শাহরিয়ার নাজিম জয়কে হোয়াটসঅ্যাপ, ইমোসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম থেকে প্রাণ নাশের হুমকি দেওয়া হয়েছে। এছাড়া ফেসবুক আইডি ডিজঅ্যাবল হওয়ায় তিনি আমাদের কাছে অভিযোগ করেছেন। অভিনেতা শাহরিয়ার নাজিম জয়ের হত্যার হুমকি মোবাইলে রেকর্ড রয়েছে। আমরা তার অভিযোগটি শুনেছি। এ বিষয়ে আমরা ব্যবস্থা নেবো।
তিনি আরও বলেন, কে বা কারা হত্যার হুমকি দিয়েছে বা কী কারণে দিয়েছে তা জানা যায়নি। আমরা বিষয়টি দেখছি। জয়ের আইডি উদ্ধার করারও চেষ্টা চলছে।
উল্লেখ্য, গত ২৮ মার্চ রাজধানীর বনানী অগ্নিকাণ্ডে পানির পাইপ চেপে ধরে হিরো বনে যায় শিশু নাঈম ইসলামকে নিয়ে তার নেওয়া একটি সাক্ষাৎকার সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়। নাঈমের কাজে খুশি হয়ে যুক্তরাষ্ট্র প্রবাসী এক বাংলাদেশি তাকে ৫ হাজার ডলার পুরস্কার ঘোষণা করেন। নাঈম পুরস্কারের সেই টাকাগুলো নেবে কিনা? আর নিলেও সেই টাকা কিসে খরচ করবে? এমন প্রশ্ন করেন উপস্থাপক জয়। জবাবে নাঈম জানায়, সেই টাকাগুলো সে এতিমখানার অনাথ শিশুদের জন্য দান করে দিতে চায়। ছেলের এ জবাবে সায় দেন তার মা-বাবাও। এতিমখানায় কেন টাকা দিতে চায় এমন প্রশ্নের উত্তরে নাঈম বলেন, কিছু বছর আগে খালেদা জিয়া এতিমের টাকা লুট করে খেয়েছেন, তাই এই টাকা তিনি এতিমদের দিতে চান। এই বিষয়টি ভাইরাল হওয়ার পর থেকে একের পর এক হত্যার হুমকি আসতে থাকে বলে তিনি অভিযোগে উল্লেখ করেন।
সারাবাংলা/এআই/এমআই