Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএসএমএমইউতে চিকিৎসায় সন্তুষ্টি প্রকাশ করেছেন খালেদা জিয়া: হানিফ


৩ এপ্রিল ২০১৯ ০১:৫৩ | আপডেট: ৩ এপ্রিল ২০১৯ ০২:০০

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) চিকিৎসা নিয়ে ভালো আছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক মাহাবুব উল আলম হা‌নিফ। মঙ্গলবার (২ এপ্রিল) রাজধানীর মোহাম্মদপুর টাউন হল শহীদ পার্কে মোহাম্মদপুর থানা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাহাবুব উল আলম হা‌নিফ বলেন, ‘ডাক্তারদের কাছে  তিনি (খালেদা জিয়া) সন্তুষ্টি প্রকাশ করেছেন। কিন্তু বিএনপির কিছু সিনিয়র নেতা তাতে সন্তুষ্ট নয়। আসলে তারা চায় না খালেদা জিয়া সুস্থ হয়ে আবারও রাজনীতির মাঠে ফিরে আসুক।’ বিএনপির সমালোচনা করে তিনি বলেন, ‘আজকে বিশ্বের কাছে বাংলাদেশ একটি মর্যাদাশীল দেশ। গত দশ বছরে দেশে যে উন্নয়ন হয়েছে, তা বিশ্ববাসীকে বারবার অবাক করেছে। বিএনপি ক্ষমতার বাইরে থেকেও দেশকে পিছিয়ে দিতে চেয়েছে।  তারা ভোটের রাজনীতি ধ্বংস করতে ধ্বংসাত্মক কর্মকাণ্ড করেছে। জনগণের কাছে প্রত্যাখিত বিএনপি আজকে শুধুমাত্র মিডিয়ার কল্যাণে টিকে আছে।’

বিজ্ঞাপন

হানিফ আরও বলেন, ‘জনস্বার্থে বিএনপি-জামায়াত আজকে কোনো রাজনীতিতে নেই। বিএনপি জামায়াতের সঙ্গে তাদের আরও কিছু দোসর যুক্ত হয়ে দেশের গণতন্ত্রকে ধ্বংস করার চেষ্টা করছে।’ বিএনপির আজকের আন্দোলনের মূল ইস্যু কী প্রশ্ন রেখে আওয়ামী লীগের এ নেতা বলেন, ‘তাদের আন্দোলনে তারেক রহমান ও খালেদা জিয়াকে মুক্ত করার আন্দোলন।’ এছাড়া ’খালেদা জিয়াকে মুক্ত করা সরকারের পক্ষে সম্ভব নয় উল্লেখ করে আইনি প্রক্রিয়ার মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করার আহ্বান জানান তিনি।

বিজ্ঞাপন

হানিফ বলেন, ‘বিএনপির অতীতের কর্মকাণ্ডের কারণে দেশ অনেক পিছিয়ে ছিল। আজকে শেখ হাসিনার নেতৃত্বে দেশ সামনে এগিয়ে যাচ্ছে। আমি প্রত্যাশা করবো বিএনপির নির্বাচিত সংসদ সদস্যরা তাদের দলের ভুল রাজনীতির ঘোরপ্যাঁচে না পড়ে তাদের এলাকার মানুষের কথা বলার জন্য হলেও শপথ নেবেন। জনগণের কথা ভেবে তাদের সংসদে আসা উচিত।’

বাংলাদেশ এখন বিশ্বের কাছে রোল মডেল দাবি করে হানিফ বলেন, ‘৭০-এর নির্বাচনের আগে জাতির পিতার মাধ্যমে এদেশের মানুষ স্বপ্ন দেখেছিলেন, স্বাধীন বাংলাদেশের। তারপর জাতির পিতাকে হত্যার মাধ্যমে সে স্বপ্নকে মাটিচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে। সেই অবস্থা থেকে দেশের মানুষ ২০০৮ সালে জাতির পিতার কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আবার সোনার বাংলার স্বপ্ন দেখেছেন। আজকে পদ্মা সেতু করার সময় বিশ্বব্যাংক যখন গড়িমসি করেছেন। আজকে তারাই বলছেন বাংলাদেশ স্বল্পোন্নত দেশগুলোর মধ্যে রোল মডেল।’

সভায় সভাপতিত্ব করেন ঢাকা-১৩ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ও ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক খান এমপি।

সারাবাংলা/এমএমএইচ/এআই/এমআই

খালেদা জিয়া

বিজ্ঞাপন

কুয়েটে ভর্তি পরীক্ষা আজ
১১ জানুয়ারি ২০২৫ ১০:১০

আরো

সম্পর্কিত খবর