Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাশে দাঁড়ালেও কাছে যাননি ডাকসুর জিএস, অবস্থান চলছে


৩ এপ্রিল ২০১৯ ০০:২৮ | আপডেট: ৩ এপ্রিল ২০১৯ ০০:৩৭

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরসহ কয়েকজন শিক্ষার্থীর ওপর সলিমুল্লাহ মুসলিম হল থেকে হামলার ঘটনা ঘটে। হামলার বিচার দাবিতে ভিপি নুরসহ অন্তত ২৫-৩০ জন শিক্ষার্থী মঙ্গলবার (২ এপ্রিল) সন্ধ্যা সাতটা থেকে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক আখতারুজ্জামানের বাসভবনের সামনে অবস্থান নিয়েছেন।

তবে রাত পৌনে বারোটায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষক কিংবা প্রশাসনের কেউই অবস্থানরত শিক্ষার্থীদের সঙ্গে দেখা করতে যায়নি।

বিজ্ঞাপন

আরও পড়ুন: বিচার না হওয়া পর্যন্ত ভিসি বাসভবনের সামনে অবস্থানের ঘোষণা নুরের

রাত সাড়ে দশটার দিকে একটি মাইক্রোবাসে করে ভিসি ভবনের সামনে দিয়ে যান ডাকসুর জিএস ও ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। তিনি নুরের অবস্থান থেকে ১০০ মিটারের মধ্যে তার মাইক্রো থামান। কিন্তু ভিপি নুরুল হক নুরের কাছে যাননি। গোলাম রাব্বানী ভিসি চত্বরে ফোয়ারার কাছে ছাত্রলীগের বিভিন্ন নেতা-কর্মীদের সঙ্গে কথা বলেন। প্রায় পৌনে এক ঘণ্টা ভিসি চত্বরে অবস্থান করলেও ডাকসুর ভিপির কাছে যাননি জিএস।

এ বিষয়ে  ডাকসুর জিএস গোলাম রাব্বানী সারাবাংলাকে বলেন, ‘ডাকসুর ভিপির ওপর হামলা হলে ক্যাম্পাস উত্তাল হয়ে যাওয়ার কথা। ১০ জন লোক বসে আছে কেন? ব্যক্তি নুর কোথাও গিয়ে কোনো কিছু ঘটলে তার দায়ভার আমরা নেবো না। সে আমাদের কারও সঙ্গে কথা বলে যায়নি। মাদক গ্রহণের দায়ে  হল থেকে বহিষ্কৃত, যার কক্ষে দেশিও অস্ত্র পাওয়া গিয়েছিল সেই ছেলের জন্য মেয়েদের নিয়ে অনৈতিকভাবে হলে গিয়েছে। সে ওই হল সংসদের কারও সঙ্গে যোগাযোগ করে যায়নি। এর জন্য তো সাধারণ শিক্ষার্থী আগামীকাল বিক্ষোভ করবে।’

বিজ্ঞাপন

এদিকে, বিচার না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন অবস্থানরতরা। রাত সোয়া ১০টা থেকে ১১টা পর্যন্ত সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় ভিপি নুরসহ ৩০-৪০ জন শিক্ষার্থী অবস্থান করছেন। ভিপি নুর ক্লান্ত হয়ে কোটা সংস্কার আন্দোলনের যুগ্ম আহ্বায়ক রাশেদ খানের কালে মাথা দিয়ে শুয়ে আছেন। অবস্থানরতদের আছেন এসএম হলে ছাত্রলীগের হামলায় আহত ছাত্র ফেডারেশনের ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি উম্মে হাবিবা বেনজীর, শামসুন নাহার হল সংসদের ভিপি তাসনিম আফরোজ ইমি ও স্বতন্ত্র জোটের অরণী সেমন্তি খানসহ অনেকে।

তাসনিম আফরোজইমি বলেন, এই ঘটনার বিচার না হওয়া পর্যন্ত এখান থেকে যাব না।

তবে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে তারা ঘটনাস্থলে যাবেন না। অবস্থানরতরা যদি আগামীকাল প্রশাসনের সঙ্গে কথা বলতে চান তাহলে তারা কথা বলবেন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক গোলাম রব্বানী সারাবাংলাকে এমন তথ্য জানান।

উল্লেখ্য, মঙ্গলবার বিকেলে সলিমুল্লাহ মুসলিম হলে ডাকসুর ভিপি নুর, সমাজ সেবা বিষয়ক সম্পাদক আখতার হোসেনকে প্রায় আড়াই ঘণ্টা অবরুদ্ধ করে রাখে হল শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা। পরে হল প্রভোস্টের প্রহরায় বের হওয়ার সময় নুরের ওপর হামলা করা হয়। এসময় আহত হন ছাত্র ফেডারেশনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি উম্মে হাবিবা বেনজীর, শামসুন নাহার হল সংসদের ভিপি ইমিসহ চার-পাঁচজন। এই ঘটনার বিচার দাবিতে তারা ভিসির বাসভবনের সামনে অবস্থান নিয়েছেন।

সারাবাংলা/কেকে/এমআই

জিএস ডাকসু ভিপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর