Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুপ্রভাত বাসের কন্ডাক্টর-হেলপারের স্বীকারোক্তি


২ এপ্রিল ২০১৯ ২৩:৪০ | আপডেট: ২ এপ্রিল ২০১৯ ২৩:৪৩

ঢাকা: বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরীর মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন সুপ্রভাত পরিবহনের কন্ডাক্টর ও হেলপার।

মঙ্গলবার (২ এপ্রিল) রিমান্ড চলাকালীন সময়ে আসামিরা স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মতি দেন। এরপর মামলাটির তদন্ত কর্মকর্তা ক্যান্টনমেন্ট জোনাল টিমের (ডিবি) পুলিশ পরিদর্শক কাজী শরীফুল ইসলাম তাদের আদালতে হাজির করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন।

বিজ্ঞাপন

আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম সাদবীর ইয়াছির আহসান চৌধুরী কন্ডাক্টর মো. ইয়াছিন আরাফাতের এবং আরেক মহানগর হাকিম সারাফুজ্জামান আনছারী হেলপার মো. ইব্রাহীম হোসেনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাকে কারাগারে পাঠানো হয়।

গত ২৭ মার্চ মামলাটির তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক কাজী শরীফুল ইসালম  এই দুই আসামির তদন্তের স্বার্থে ও প্রকৃত রহস্য উদঘাটন এবং বাসের মালিকদের গ্রেফতারের লক্ষ্যে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। ওই দিন শুনানি শেষে বিচারক সাত দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন।

এরআগে গত ২০ মার্চ সুপ্রভাত বাসের চালক সিরাজুল ইসলামের সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এরপর ২৮ মার্চ তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এছাড়া বর্তমানে তিনিও কারাগারে রয়েছেন।

প্রসঙ্গ, গত ১৯ মার্চ রাজধানীর বসুন্ধরা গেট এলাকায় সুপ্রভাত পরিবহনের একটি বাসের চাপায় বিইউপি শিক্ষার্থী আবরার মারা যায়। ওই ঘটনায় সেদিন রাতেই তার বাবা ব্রিগ্রেডিয়ার জেনারেল (অব.) আরিফ আহম্মেদ চৌধুরী গুলশান থানায় মামলাটি দায়ের করেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এআই/এমআই

সুপ্রভাত

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

আরো

সম্পর্কিত খবর