Thursday 16 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পিছিয়ে দিন দূরের যাত্রা


৩ এপ্রিল ২০১৯ ০২:১৮ | আপডেট: ৩ এপ্রিল ২০১৯ ০২:২৪

ঢাকা: চূড়ান্ত অসুবিধা না থাকলে বুধবার দূরে যাওয়ার পরিকল্পনা পিছিয়ে দেওয়া হবে সঠিক সিদ্ধান্ত। আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবারের মতো বুধবারও কাটবে ঝড়-বৃষ্টিতে।

রাজশাহী, রংপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, মাদারীপুর, ঢাকা, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে আসা কালবৈশাখী ঝড়ের গতি ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার, কোথাও কোথাও আরও বেশি হতে পারে। সেই সঙ্গে বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে।

বিজ্ঞাপন

নদী পথেও রয়েছে বিপদের শঙ্কা। কালবৈশাখীর পূর্বাভাসে বুধবার কুষ্টিয়া, যশোর, খুলনা, ফরিদপুর, মাদারীপুর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের নদী বন্দরগুলোতে ২ নম্বর নৌ-হুঁশিয়ারী সংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়া দেশের অন্য অঞ্চলগুলোতে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই কারণে এসব এলাকার নদী বন্দরগুলোতে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

উপগ্রহের পাঠানো তথ্য জানাচ্ছে, পশিচমা লঘুচাপ পশ্চিমবঙ্গ ও এর পাশে বাংলাদেশ অংশে অবস্থান করছে। যার একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এর প্রভাবে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি, বজ্রপাত এবং কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। তবে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

মঙ্গলবার সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয় নিকলিতে, ৫৮ মিলিমিটার। এছাড়া কুমিল্লায় ৪৬ মিলিমিটার; বদলগাছীতে ২৯; ময়মনসিংহে ২৩; সিলেটে ২০; ঢাকায় ১৭; বগুড়ায় ১১; টাঙ্গাইলে ৭; চুয়াডাঙ্গায় ৫; সৈয়দপুরে ৪; শ্রীমঙ্গলে ৩; কুমারখালী, ফেনী, নেত্রকোনা, তাড়াশ ও রংপুরে ১ মিলিমিটার এবং রাজশাহী, ঈশ্বরদী ও ডিমলায় সামান্য বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

বিজ্ঞাপন

এদিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে, ৩৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায়, ১৮ ডিগ্রি সেলসিয়াস।

সারাবাংলা/এটি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর