Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রংপুরে প্রশ্নফাঁস চক্রের সদস্য আটক


২ এপ্রিল ২০১৯ ২১:০৩ | আপডেট: ২ এপ্রিল ২০১৯ ২১:২৫

রংপুরে ভুয়া প্রশ্নপত্র ফাঁস চক্রের সদস্য আজিজুল ইসলামকে (১৫) আটক করেছে র‌্যাব-১৩ (রংপুর)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে প্রশ্নফাঁস ও পরীক্ষার ফল পরিবর্তনের নামে প্রতারণার তথ্য স্বীকার করেছে সে।

সোমবার (১ এপ্রিল) রাতে জেলার কাউনিয়া থানার নাজিরদহ চক্রপানি এলাকায় অভিযান চালিয়ে আজিজুল ইসলামকে আটক করে র‍্যাবের একটি দল। আজিজুল কাউনিয়ার চক্রপানি এলাকার মোস্তাফিজার রহমানের ছেলে।

বিজ্ঞাপন

র‌্যাব-১৩-এর সহকারী পরিচালক ও মিডিয়া উইং কর্মকর্তা আ ন ম ইমরান খান মঙ্গলবার (২ এপ্রিল) দুপুরে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।

ইমরান খান বলেন, আজিজুল সামাজিক যোগাযোগ মাধ্যমে টাকার বিনিময়ে চলমান এইচএসসি পরীক্ষা ২০১৯-এর ভুয়া প্রশ্নপত্র বিতরণের নামে প্রতারণা করে আসছিল। ভুয়া প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত সামাজিক যোগাযোগ মাধ্যমের একাধিক গ্রুপ ও পেজের অ্যাডমিন হিসেবে সে দায়িত্ব পালন করত। বিভিন্ন ব্যক্তি, বিশেষ করে শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণার উদ্দেশ্যে প্রশ্নপত্র ফাঁস ও রেজাল্ট পরিবর্তনের আশ্বাস দিয়ে প্রলুব্ধ করত। এছাড়াও হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জারসহ বিভিন্ন গ্রুপের মাধ্যমে যোগাযোগ করত এবং বিকাশের মাধ্যমে প্রতারণার অর্থ লেনদেন করত।

র‌্যাব জানায়, আজিজুলকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সারাবাংলা/টিআর

প্রশ্নপত্র ফাঁস প্রশ্নফাঁস চক্রের সদস্য আটক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর