Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিচার না হওয়া পর্যন্ত ভিসি বাসভবনের সামনে অবস্থানের ঘোষণা নুরের


২ এপ্রিল ২০১৯ ২০:৪১ | আপডেট: ২ এপ্রিল ২০১৯ ২০:৫১

নিজেদের ওপর হামলার বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) নুরসহ তার সঙ্গীরা। নুর বলছেন, তাদের ওপর ঘটা হামলার বিচার না হওয়া পর্যন্ত তারা এখানেই অবস্থান করবেন।

মঙ্গলবার (২ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তারা এই অবস্থান নেয়। এর আগে সলিমুল্লাহ মুসলিম হলে ভিপি নুর ও ডাকসুর সমাজ সেবা বিষয়ক সম্পাদক আখতার হোসেনসহ অন্যদের প্রায় আড়াই ঘণ্টা অবরুদ্ধ করে রাখে হল শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

পরে হল প্রভোস্টের প্রহরায় বের হওয়ার সময় নুরের ওপর হামলা করা হয়। এসময় আহত হন ছাত্র ফেডারেশনের ঢাবি শাখার সভাপতি উম্মে হাবিবা বেনজীর, শামসুন নাহার হল সংসদের ভিপি ইমিসহ চার-পাঁচ জন।

এর আগে, সোমবার (১ এপ্রিল) রাতে ফরিদ হাসান নামে ঢাবি আরবি বিভাগের মাস্টার্সের এক শিক্ষার্থীকে মারধর করে এসএম হল শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। ফরিদ ওই হলের আবাসিক শিক্ষার্থী। তাকে মারধরের ঘটনার প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীরা বিকেলে টিএসসি রাজু ভাস্কর্য এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ করে। তাতে সংহতি জানান নুর। পরে ফরিদকে নিয়ে নুরসহ অন্যরা এসএম হলে যান। সেখানে ভিপি নুরসহ কয়েকজনকে আটকে রাখা হয় এবং অন্যদের তাড়িয়ে দেওয়া হয়।

হামলার বিষয়ে নুরুল হক নুর সাংবাদিকদের বলেন, ‘ফরিদ হাসান নামে আরবি সাহিত্যের মাস্টার্সের এক শিক্ষার্থীকে গতকাল (সোমবার) মারধর করা হয়। সে হলে পুনরায় গেলে মারধর করা হবে, এ কারণে আমি তার সঙ্গে গিয়েছিলাম। তার রক্তমাখা জামা পরিবর্তনের জন্য তার রুমে জামা আনতে যায়। এসময় হল শাখা ছাত্রলীগের কর্মীরা আমাদের আটকে রেখে নানা ধরনের কটূ কথা বলে। হল থেকে বের হওয়ার সময় আমার ওপর হামলা করা হয়েছে। মেয়েদের ওড়না ধরে টানা হয়েছে, ডিম মেরেছে। ছাত্র ফেডারেশনের বেনজীর, শামসুন নাহার হল সংসদের ভিপি তাসনিম আফরোজ ইমিসহ চার-পাঁচ জন আহত হয়েছে। হামলার বিচার না হওয়া পর্যন্ত আমি ভিসির বাসভবনের সামনে উঠব না।‘

বিজ্ঞাপন

এদিকে, প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সাড়ে ৪টার দিকে এসএম হলে ভিপি নুর প্রবেশ করার পরপরই ছাত্রলীগ সভাপতি তাহসান আহমেদ রাসেল ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান তাপসের নেতৃত্বে তাকে অবরুদ্ধ করা হয়। হল সংসদের ভিপি কামাল হোসেন সেখানে সাংবাদিকসহ কয়েকজনকে মারধর করেন।

এ বিষয়ে জানতে চাইলে ঢাবি প্রক্টর অধ্যাপক গোলাম রব্বানী বলেন, পাল্টাপাল্টি অভিযোগ পাচ্ছি। প্রভোস্টকে বলে ভিপি নুরকে নিরাপদে আসার ব্যবস্থা করেছি।

এসময় তিনি আরও বলেন, ‘কেন নুর মেয়েদের নিয়ে ওই হলে গেল, সেটা জানতে চান।’

সারাবাংলা/কেকে/টিআর

ঢাবি উপাচার্য বাসভবন নুরুল হক নুর ভিপি নুর

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর