Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেয়রের ‘থাপ্পড়’: সারাদেশে গৃহায়ণ প্রকৌশলীদের কর্মবিরতি


২ এপ্রিল ২০১৯ ২০:০৮ | আপডেট: ২ এপ্রিল ২০১৯ ২০:১২

চট্টগ্রাম ব্যুরো: প্রকৌশলীকে চট্টগ্রামের মেয়র আ জ ম নাছির উদ্দীনের ‘থাপ্পড়ে’র প্রতিবাদে দেশে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের সব কার্যালয়ের প্রকৌশলীরা একযোগে কর্মবিরতি পালন করেছেন। চট্টগ্রামে গৃহায়ণ অফিসের সামনে নিরাপত্তা জোরদার করা হয়েছে। মেয়রের বিরুদ্ধে মারধরের অভিযোগ এনে থানায় সাধারণ ডায়েরি হিসেবে নেওয়ার জন্য আবেদন পাঠানো হয়েছে বলে জানিয়েছেন গৃহায়ণের কর্মকর্তারা।

এদিকে মেয়রের পক্ষেও মঙ্গলবার (২ এপ্রিল) চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ হয়েছে। এছাড়া চট্টগ্রাম নগরীতে গৃহায়ণ কর্তৃপক্ষের অফিসে ঢুকে মেয়রপন্থী একদল যুবলীগ-ছাত্রলীগ নেতাকর্মী স্লোগান দিয়েছেন এবং তাদের ব্যানার ছিঁড়ে ফেলেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন- গৃহায়ণের প্রকৌশলীকে মেয়র নাছিরের ‘থাপ্পড়’

নগরীর হালিশহরে পোর্ট কানেকটিং সড়কে ড্রেন সংস্কারের জন্য গৃহায়ণের ভূমি অধিগ্রহণ নিয়ে কথা বলতে সোমবার (১ এপ্রিল) সন্ধ্যায় মেয়রের কাছে যান ওই সংস্থার ছয় জনের একটি দল। সেখানে আলাপের একপর্যায়ে মেয়র ক্ষুব্ধ হয়ে গৃহায়ণ কর্তৃপক্ষের চট্টগ্রাম সার্কেলের সহকারী প্রকৌশলী আশ্রাফুজ্জামান পলাশকে থাপ্পড় মারেন বলে অভিযোগ উঠেছে। এসময় সেখানে থাকা চট্টগ্রাম সিটি করপোরেশনের ২৯ নম্বর পশ্চিম মাদারবাড়ি ওয়ার্ডের কাউন্সিলর গোলাম মোহাম্মদ জোবায়েরও ওই প্রকৌশলীকে মারধর করেছেন বলে অভিযোগ ওঠে। গৃহায়ণ কর্তৃপক্ষের চট্টগ্রাম সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. শামসুল আলম রাতেই সংস্থার চেয়ারম্যানকে এ বিষয়ে লিখিত অভিযোগ করেন।

শামসুল আলম সারাবাংলাকে বলেন, ‘আজ (মঙ্গলবার) গৃহায়ণ কর্তৃপক্ষের প্রধান কার্যালয়সহ দেশের সব কার্যালয়ের প্রকৌশলীরা পূর্ণ দিবস কর্মবিরতি পালন করেছি। আগামীকাল কর্মবিরতি এবং মানববন্ধন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। একজন সরকারি কর্মকর্তার গায়ে হাত তোলার বিচার যতদিন না হবে, ততদিন আমরা কর্মসূচি চালিয়ে যাব। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। আমরা সবার কাছে সহযোগিতা চাই।’

বিজ্ঞাপন

সূত্রমতে, ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা, রাজশাহী ও দিনাজপুরে গৃহায়ণ কর্তৃপক্ষের আটটি বিভাগীয় অফিস এবং এর অধীনে ৩২টি উপবিভাগীয় অফিসে একযোগে কর্মবিরতি পালন করেছেন প্রকৌশলীরা।

আশ্রাফুজ্জামান পলাশ সারাবাংলাকে জানান, মেয়র ও কাউন্সিলরের বিরুদ্ধে মারধরের বিষয়ে একটি লিখিত অভিযোগ মঙ্গলবার দুপুরে কোতোয়ালী থানায় জমা দেওয়া হয়েছে। অভিযোগটি সাধারণ ডায়েরি হিসেবে অর্ন্তভুক্ত করতে বলা হয়েছে। তবে কোতোয়ালি থানা পুলিশ সেটি অফিসিয়ালি গ্রহণ না করে পরে এ বিষয়ে সিদ্ধান্ত জানাবেন বলে জানিয়েছেন। কিন্তু লিখিত অভিযোগটি তারা রেখে দিয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার মো. মাহাবুবর রহমান সারাবাংলাকে বলেন, ‘গৃহায়ণ কর্তৃপক্ষের পক্ষ থেকে আমাকে জানানো হয়েছিল, উনারা একটি অভিযোগ দিতে চান। কিন্তু অভিযোগ জমা দিয়েছেন কি না, সেটি আমি জানি না। যদি জমা দেন, তাহলে আলাপ-আলোচনার ভিত্তিতে একটি সিদ্ধান্ত নেব।’

এদিকে, মঙ্গলবার সকাল থেকে নগরীর জাকির হোসেন রোডে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের অফিসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। গৃহায়ণ কর্তৃপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে অতিরিক্ত পুলিশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. নাছির উদ্দিন।

এরপরও বিকেলে মেয়রের পক্ষে স্লোগান দিতে দিতে পুলিশের বাধা উপেক্ষা করে একদল নেতাকর্মী গৃহায়ণের অফিসে প্রবেশ করেন বলে জানিয়েছেন সহকারী প্রকৌশলী আশ্রাফুজ্জামান পলাশ। তিনি সারাবাংলাকে বলেন, ‘আব্দুল মান্নান ফেরদৌস নামে একজন নেতার নেতৃত্বে কয়েকজন অফিসে এসে স্লোগান দেয়। গালিগালাজও করে। তারা আমাদের অফিসের ভেতরে লাগানো কয়েকটি ব্যানার খুলে নিয়ে গেছে। কয়েকটি ছিঁড়ে ফেলে রেখে গেছে।’

জানতে চাইলে খুলশী থানার ওসি শেখ নাছির সারাবাংলাকে বলেন, ‘কয়েকজন গৃহায়ণের অফিসে ঢুকে ব্যানার খুলে নিয়ে গেছে। তবে তারা কোনো অপ্রীতিকর ঘটনা ঘটায়নি।’

এ প্রসঙ্গে জানতে চাইলে কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য মেয়রপন্থী আব্দুল মান্নান ফেরদৌস সারাবাংলাকে বলেন, ‘ব্যানার ছিঁড়ে ফেলা, স্লোগান দেওয়ার তো প্রশ্নই আসে না। স্লোগান দিলে কি লোকজন শুনত না? আমি সেখানে যাইনি।’

এদিকে মেয়রের পক্ষে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ করেছে ‘ইয়ং ইঞ্জিনিয়ার্স ফোরাম, চট্টগ্রাম’ নামে একটি সংগঠন। এতে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এম ফজলুল্লাহ, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চট্টগ্রামের প্রধান প্রকৌশলী প্রবীর কুমার সেন, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন চট্টগ্রাম কেন্দ্রের সম্মানীয় সম্পাদক রফিকুল ইসলাম মানিক, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি রিয়াজ হায়দার চৌধুরী।

সমাবেশে বক্তারা বলেন, একজন সহকারী প্রকৌশলী একজন নির্বাচিত জনপ্রতিনিধি মেয়রের সঙ্গে তার কার্যালয়ে ঢুকে অশোভন আচরণ করেছেন। এটি তার চাকরিবিধির লঙ্ঘন। তাকে আইনের আওতায় এনে বিচার না করলে জনরোষ তৈরি হবে।

জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের চট্টগ্রাম সার্কেলের প্রকৌশলী আশ্রাফুজ্জামান পলাশকে ২৪ ঘণ্টার মধ্যে চট্টগ্রাম থেকে অপসারণের দাবি জানিয়ে যুক্ত বিবৃতি দিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের কাউন্সিলররা।

এদিকে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন গণমাধ্যমকর্মীদের কাছে দাবি করেছেন, প্রকৌশলী আশ্রাফুজ্জামান পলাশকে তিনি মারধর করেননি। চট্টগ্রাম সিটি করপোরেশনের কাজে বাধা দেওয়ায় এবং বেয়াদবি করায় বকাঝকা করেছেন।

সারাবাংলা/আরডি/টিআর

আ জ ম নাছির উদ্দীন কর্মবিরতি গৃহায়ণ প্রকৌশলীকে থাপ্পড় গৃহায়ণ প্রকৌশলীদের কর্মবিরতি চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর