চিকিৎসায় সন্তুষ্ট, আগের চেয়ে ভালো আছেন খালেদা জিয়া
২ এপ্রিল ২০১৯ ১৬:১৯ | আপডেট: ২ এপ্রিল ২০১৯ ১৬:২৪
ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের চেয়ে অনেকটা ভালো বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে মাহবুবুল হক। চিকিৎসায় খালেদা জিয়া সন্তুষ্ট বলেও জানান তিনি।
মঙ্গলবার (২ এপ্রিল) বিকেল সোয়া ৩টার দিকে বিএসএমএমইউ কনফারেন্স রুমে খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি।
আরও পড়ুন- খালেদা জিয়া ভালো আছেন: বিএসএমএমইউ পরিচালক
এ কে মাহবুবুল হক বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো আছে। আমাদের মেডিকেল টিমের সদস্যরা গতকালও (সোমবার, ১ এপ্রিল) পরীক্ষা করেছেন, আজ (মঙ্গলবার) আবার পরীক্ষা করেছেন। তারা জানিয়েছেন, তার শারীরিক অবস্থা গতকালের চেয়ে অনেকটা ভালো। তাকে প্রয়োজনীয় ওষুধ দেওয়া হচ্ছে। আশা করছি, দ্রুতই সুস্থ হয়ে উঠবেন তিনি।
বিএসএমএমইউ পরিচালক আরও বলেন, খালেদা জিয়াকে গতকাল এখানে আনার পর তিনি চিকিৎসকদের সঙ্গে হাসিমুখে কথা বলেছেন। আজও তিনি যথেষ্ট হাসিখুশি ছিলেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মাহবুবুল হক বলেন, বন্দি থাকার কারণে তিনি বেশি অসুস্থ হয়েছেন কি না, সেটি এককথায় বলা সম্ভব নয়। এগুলোর জন্য আলাদা আলাদা চিকিৎসক রয়েছেন। তারাই ভালো বলতে পারবেন। কবে তিনি সুস্থ হয়ে উঠবেন, সেটিও নিশ্চিত করে বলা সম্ভব নয়। তবে খুব শিগগিরই তিনি সুস্থ হয়ে উঠবেন বলে আমরা আশাবাদী।
ব্রিফিংয়ে খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের চিকিৎসক ও বিএসএমএমইউয়ের অতিরিক্ত পরিচালক নাজমুল করিম মানিক ও উপপরিচালক খুরশিদ আলম উপস্থিত ছিলেন।
সারাবাংলা/এসএইচ/টিআর