ব্রেক্সিট: ভোটে টিকল না এমপিদের প্রস্তাবও
২ এপ্রিল ২০১৯ ১০:৫৫ | আপডেট: ২ এপ্রিল ২০১৯ ১০:৫৯
প্রধানমন্ত্রী টেরিজা মে’র প্রস্তাব নাকচ হওয়ার পর ব্রেক্সিট বিষয়ে পরবর্তী করণীয় ঠিক করতে ব্যর্থ হয়েছেন যুক্তরাজ্যের পার্লামেন্ট সদস্যরাও। মঙ্গলবার (২ এপ্রিল) চারটি বিকল্প উপায় বিষয়ে ভোটগ্রহণ হলেও সবকটি সংখ্যাগরিষ্ঠতার বিচারে নাকচ হয়েছে। খবর বিবিসির।
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে কাস্টম ইউনিয়নের প্রস্তাবটি হেরেছে সবচেয়ে কম ৩ ভোটের ব্যবধানে। ব্রেক্সিট পরিকল্পনা বাস্তবায়নে আরেকটি গণভোটের প্রস্তাবেও আশাতীত সাড়া পাওয়া গেছে। মোট ২৮০ জন এমপি প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন। তবে প্রস্তাবটি হেরেছে ১২ ভোটের ব্যবধানে। এছাড়া কমন মার্কেটপ্লেসের প্রস্তাবটি নাকচ হওয়ায় পদত্যাগ করেন কনজারভেটিভ পার্টির এমপি নিক বোলস। অপর নাকচ হওয়া প্রস্তাবটি হলো নো ডিল ব্রেক্সিট বাস্তবায়ন না করা ও বিলম্ব সময় না বাড়ালে ইইউতে থেকে যাওয়া।
লেবার পার্টির নেতা জেরেমি করবিন ফলাফলের প্রতিক্রিয়ায় বলেছেন, এমপিদের আরও একবার সুযোগ দেওয়া হোক। যেহেতু প্রধানমন্ত্রী টেরিজা মে তৃতীয় দফায়ও বড় ব্যবধানে ভোটে হেরেছেন। তবে পরাজয়ের ব্যবধান কমায় সরকার চতুর্থবারের মতো পার্লামেন্টে বেক্সিট চুক্তি বিষয়ক প্রস্তাব আনার চেষ্টা করছে বলে জানা গেছে।
হাউজ অব কমন্সে এমপিরা আবারও একমত হতে না পারায় সতর্ক করেছেন ইইউ কূটনৈতিকরা। তাদের মতে, আবারও ব্রেক্সিটের বিলম্ব সময় বাড়ানোর উপায় সংকুচিত হচ্ছে। যুক্তরাজ্যকে হয়তো কোনো রকম চুক্তি ছাড়াই ইইউ ছাড়তে হতে পারে।
সারাবাংলা/এনএইচ