নওগাঁর পত্নীতলা থেকে আবারও নীলগাই উদ্ধার
২ এপ্রিল ২০১৯ ০৪:০৮ | আপডেট: ২ এপ্রিল ২০১৯ ০৪:১০
নওগাঁ: আবারও নীল গাই ধরা পড়েছে নওগাঁর পত্নীতলা উপজেলার নির্মইল ইউনিয়নের কালুপাড়া সীমান্ত এলাকায়। এর আগেও গত ২২ জানুয়ারি মান্দা উপজেলার জোতবাজার এলাকা থেকে একটি নীলগাই উদ্ধার করে এলাকাবাসী।
সোমবার (১ এপ্রিল) সকালে দ্বিতীয় নীলগাই উদ্ধার করে এলাকাবাসী।
এ ব্যাপারে নির্মইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, ‘সকালে গ্রামের সীমান্ত এলাকায় নীল গাইটিকে ঘুরতে দেখে স্থানীয়রা। পরে আমাকে খবর দিলে সেটি ধরে আমার হেফাজতে রাখি। ইতোমধ্যে রাজশাহী থেকে বন কর্মকর্তা আমার সঙ্গে যোগাযোগ করেছে।’
আগেরবার নীল গাইটি বন বিভাগের মাধ্যমে রাজশাহী বন্যপ্রাণী ও পরিচর্যা কেন্দ্রে পাঠানো হয়। সেখানে থেকে পরে দিনাজপুর জেলার রামসাগরে পাঠানো হয়।
সারাবাংলা/এমআই