Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বস্ত্র শিল্পে দক্ষ জনবল তৈরিতে কাজ করছে সরকার’


১ এপ্রিল ২০১৯ ১৯:০৩ | আপডেট: ১ এপ্রিল ২০১৯ ২৩:৩০

ঢাকা: বস্ত্র শিল্পের জন্য সরকার দক্ষ জনবল তৈরিতে কাজ করছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী।

তিনি বলেন, এ লক্ষ্যে দেশের প্রতিটি বৃহত্তর জেলাতে একটি করে টেক্সটাইল কলেজ এবং প্রতিটি জেলায় একটি করে ভোকেশনাল টেক্সটাইল ইনস্টিটিউট নির্মাণ করা উদ্যোগ নেওয়া হয়েছে।

সোমবার (১ এপ্রিল) বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে মরিশাসের একটি ব্যবসায়ী প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের সময় এসব কথা বলেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী। বৈঠকে দুই দেশের বস্ত্র ও পাট শিল্পের বাণিজ্য ও এর অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়।

বৈঠকে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বস্ত্র ও পাট শিল্পের প্রতি খুবই আন্তরিক। উৎপাদনশীলতা, কর্মসংস্থান, রফতানি ও বিনিয়োগ বাড়ানোই বর্তমান সরকারের লক্ষ্য। এই জন্য ‘বস্ত্রনীতি ২০১৭’ ও ‘বস্ত্র আইন ২০১৮’ প্রণয়ন করা হয়েছে। সরকার দক্ষ জনবল তৈরিতে কাজ করে যাচ্ছে। ২০২১ সালের মধ্যে বস্ত্র থেকে রফতানি আয় ৫০ বিলিয়ন ডলারে উন্নীত করতে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে।

মন্ত্রী আরও বলেন, বস্ত্র খাতে বিদেশি বিনিয়োগকে উৎসাহিত করা হবে। সরকারের হস্তান্তরিত বেসরকারি খাতে অনেক বস্ত্রকল বর্তমানে বন্ধ আছে। বেসরকারি খাতে হস্তান্তরের সময় যেসব শর্ত দেওয়া হয়েছিল সেসব শর্ত ভঙ্গকারীদের থেকে বস্ত্রকল আবার পুনঃগ্রহণ করা হচ্ছে। এসব বস্ত্রকল যেসব জমির ওপর প্রতিষ্ঠিত, ব্যবসায়ীরা চাইলে পাবলিক প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) মাধ্যমে চালু করার প্রক্রিয়া শুরু করতে পারেন।

সাক্ষাৎ শেষে মরিশাসের ব্যবসায়িক প্রতিনিধিদল জানায়, বাংলাদেশ ও মরিশাসের বন্ধুত্বের সম্পর্ক ঐতিহাসিক। মরিশাস আন্তরিকভাবে বিশ্বাস করে, বাংলাদেশ তাদের বন্ধুপ্রতিম দেশ। দুই দেশের নিয়মিত বাণিজ্য বৃদ্ধির মাধ্যমে এই সম্পর্ক আরও জোরদার করা হচ্ছে। সেজন্য তারা বস্ত্র ও পাটখাতে বাংলাদেশের সঙ্গে ব্যবসায় বাণিজ্য সম্প্রসারণ ঘটাতে চায়।

বিজ্ঞাপন

বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়রে সচিব মো. মিজানুর রহমান, মরিশাসের ব্যবসায়িক প্রতিনিধি দলের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন সিএমটি’র ব্যবস্থাপনা পরিচালক ফ্রান্সিস উ, সিএমটি বাংলাদেশের ফিন্যান্স ডিরেক্টর ডেভিড ট্যু , সিএমটি বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সঞ্জয় চুরোমনি।

সারাবাংলা/এসবি

গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক বস্ত্র ও পাটমন্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর