পেরুতে বাসে আগুন লেগে ২০ জনের মৃত্যু
১ এপ্রিল ২০১৯ ১১:৩৪ | আপডেট: ২২ মে ২০১৯ ১৪:৪৮
পেরুতে একটি বাসে আগুন লেগে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। রোববার (৩১ মার্চ) দেশটির রাজধানী লিমার উত্তরাঞ্চলে এই ঘটনা ঘটে। হতাহতের ঘটনা নিশ্চিত করেছে পেরুর কর্তৃপক্ষ। খবর ফক্স নিউজের।
পেরুর ফায়ার ডিপার্টমেন্ট জানায়, স্থানীয় স্টপেজে থেমেছিল বাসটি। হঠাৎ করে আগুন লাগার ঘটনা ঘটে। বেশিরভাগ দগ্ধ লাশ দ্বিতীয় ডেক থেকে উদ্ধার করা হয়েছে। অগ্নি নির্বাপণের কোনো ব্যবস্থা বাসটিতে ছিল না।
পেরুতে ২০১৭ সালে সড়কে প্রাণ গেছে ২ হাজার ৮শ জনের। তবে বেশিরভাগ মৃত্যুই হয়েছে সড়ক দুর্ঘটনার কারণে। বাসে আগুন লেগে মৃত্যুর ঘটনা খুব কম।
সারাবাংলা/এনএইচ