নেপালে ঝড়ে ২৫ জনের মৃত্যু, আহত চার শ
১ এপ্রিল ২০১৯ ১১:১৫ | আপডেট: ২২ মে ২০১৯ ১৪:৪৮
নেপালের দক্ষিণাঞ্চলে মৌসুমী ঝড়ের আঘাতে অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও চার শ জন। রোববারের (৩১ মার্চ) ঝড়ে বহু বাড়িঘর ধ্বংস হয়েছে, গাছপালা ও বৈদ্যুতিক তারের খুঁটি উপড়ে গেছে। খবর খালিজ টাইমসের।
সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বারা ও পারসা জেলা। বারা পুলিশের প্রধান সানু রাম ভাট্টারাই বলেন, রাতে বারা জেলা ও এর আশপাশের এলাকায় বজ্রপাতসহ প্রচ- শক্তিশালী ঝড় আঘাত হানে।
তিনি জানান, ঝড়ের আঘাতে অন্তত ২৫ জনের মৃত্যু ও আরও অনেক লোক আহত হয়েছেন। দুর্যোগ কবলিত এলাকায় তল্লাশি চালানো হচ্ছে ও উদ্ধার কর্মীদের মোতায়েন করা হয়েছে। মৃতের সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে বলেও আশঙ্কা করেছেন তিনি।
নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি ঝড়ে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
সারাবাংলা/এনএইচ