গৌরনদীতে বাকপ্রতিবন্ধীকে ধর্ষণ, গ্রেফতার ১
৩১ মার্চ ২০১৯ ২৩:১০ | আপডেট: ৩১ মার্চ ২০১৯ ২৩:২৬
বরিশাল: বরিশালের গৌরনদী পৌর এলাকার সুন্দরদী (নবীনগর) মহল্লায় এক বাকপ্রতিবন্ধী তরুণীকে (১৮) ধর্ষণের অভিযোগে আল-আমিন মাঝি নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৩০ মার্চ) তাকে গ্রেফতারের পর রোববার (৩১ মার্চ) দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ধর্ষণের এ ঘটনায় ওই প্রতিবন্ধী তরুণীর মা বাদী হয়ে শনিবার রাতেই গৌরনদী মডেল থানায় মামলা দায়ের করেন। এর পরপরই পুলিশ অভিযান চালিয়ে টরকী বন্দর এলাকা থেকে ধর্ষক আল-আমিনকে গ্রেফতার করে।
মামলার এজাহারের বরাত দিয়ে গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মাহাবুবুর রহমান জানান, শুক্রবার সন্ধ্যায় জামাল মাঝির ছেলে আল-আমিন মাঝি তাদের বাড়িতে বাকপ্রতিবন্ধী তরুণীকে ডেকে নিয়ে যায়। ওই সময় বাড়িতে কেউ ছিল না। সেই সুযোগে সে তরুণীকে ধর্ষণ করে। পরে ওই তরুণী বিষয়টি তার পরিবারের সদস্যদের জানায়। পরদিন রাতে থানায় মামলা দায়ের করেন তার মা।
ওসি আরও জানান, রোববার সকালে তরুণীটিকে মেডিকেল পরীক্ষার জন্য বরিশাল শেরে-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসাপাতালে পাঠানো হয়েছে।
সারাবাংলা/টিআর