Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুন্সীগঞ্জে নির্বাচনের পরে প্রতিপক্ষের গুলি, আহত ২


৩১ মার্চ ২০১৯ ২২:০১ | আপডেট: ৩১ মার্চ ২০১৯ ২২:৩১

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ সদরের পঞ্চসার ইউনিয়নে উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ শেষে প্রতিপক্ষের গুলিতে দু’জন গুরুতর আহত হয়েছেন। তাদের একজন বুকে ও একজন গলায় গুলিবিদ্ধ হয়েছেন। মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়ার পর আশঙ্কাজনক অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।

রোববার (৩১ মার্চ) বিকেল সোয়া ৫টার দিকে পঞ্চসার ইউনিয়নের রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে দেওয়ানবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

মুন্সীগঞ্জের পুলিশ সুপার জায়েদুল আলম জানান, পূর্বশত্রুতার জের ধরে রুবেল মেম্বারকে ছাত্রলীগের রিয়াদ গুলি করে। এসময় মাঝখানে এসে পড়লে ফয়সাল ও রুহুল গুলিবিদ্ধ হন।

বুকে গুলিবিদ্ধ হন রতনপুর গ্রামের রজ্জব আলীর ছেলে মো. ফয়সাল (৩২)। তিনি উপজেলা নির্বাচনে আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর সমর্থক। আর গলায় গুলিবিদ্ধ রুহুল (৪৫) আমিন একজন রিকশাচালক। তিনি কুড়িগ্রামের অলিপুরের আবুর উদ্দিনের ছেলে।

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তা শৈবাল বসাক জানান, আহতদের মধ্যে বুকে গুলিবিদ্ধ ফয়সালের অবস্থা আশঙ্কাজনক। তাকেসহ রুহুল আমিনকেও ঢাকায় রেফার্ড করা হয়েছে।

পুলিশ সুপার জায়েদুল আলম জানান, ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চলছে। এ ঘটনায় মামলার বিষয়টিও প্রক্রিয়াধীন।

সারাবাংলা/টিআর

গুলিতে আহত প্রতিপক্ষের গুলি মুন্সীগঞ্জ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর