Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুমিল্লার তিতাস উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত


৩১ মার্চ ২০১৯ ১৭:৪১

কুমিল্লা: ব্যাপক অনিয়ম ও ভোট কারচুপির অভিযোগে কুমিল্লার তিতাস উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন।

রোববার (৩১ মার্চ) চতুর্থ ধাপের নির্বাচনে ভোটগ্রহণ চলাকালে দুপুরে এ নির্বাচন স্থগিত করা হয়।

রিটার্নিং কর্মকতা ও কুমিল্লা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কায়জার মোহাম্মদ ফারাবী নির্বাচন স্থগিতের তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে নির্বাচনে অনিয়মের অভিযোগ চারটি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছিল। দুপুরে স্বতন্ত্র প্রার্থী পারভেজ হোসেন সরকার সংবাদ সম্মেলনের মাধ্যমে আরো ১০টি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করে পুণরায় সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি জানান।

পরে তিতাস উপজেলা পরিষদের নির্বাচন স্থগিত করা হয়।

এর আগে সকাল ৮টা থেকে দেশের ১০৭ উপজেলার সঙ্গে তিতাসেও শুরু হয় ভোটগ্রহণ।

সারাবাংলা/এসএমএন

চতুর্থ ধাপের উপজেলা নির্বাচন তিতাস উপজেলা