সোনারগাঁয়ে ভোট কেন্দ্র দখলের চেষ্টা, আটক ২
৩১ মার্চ ২০১৯ ১০:৪৪ | আপডেট: ৩১ মার্চ ২০১৯ ১০:৪৫
নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের সাদিপুর ইউনিয়নের একটি নির্বাচনী কেন্দ্র দখলের চেষ্টা করেছেন উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী (টিউবওয়েল মার্কা) ওমর বাবু ওরফে বাবুল হোসেনের সমর্থকরা। এ ঘটনায় মোটরসাইকেলসহ দুই জনকে আটক করেছে পুলিশ। শনিবার (৩০ মার্চ) রাত ১টার দিকে ইউনিয়নের বরাব সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক সাজ্জাদ রোমান এ তথ্য নিশ্চিত করেছেন।
এ ঘটনায় দুইজনকে মোটরসাইকেলসহ আটক করেছে পুলিশ। আটক দুইজন হলেন- উপজেলার কাঁচপুর ইউনিয়নের আমির হোসেনের ছেলে সুমন (২১) ও জামানের ছেলে খোকন (২০)।
নারায়ণগঞ্জ জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক সাজ্জাদ রোমান জানান, ভোট কেন্দ্র দখলের চেষ্টার সময় মোটরসাইকেলসহ দুইজনকে আটক করা হয়েছে। তারা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এক প্রার্থীর পক্ষে কেন্দ্র দখলের চেষ্টা করে।
আরও পড়ুন: চতুর্থ ধাপে উপজেলা নির্বাচন: ৭ এমপিকে এলাকা ছাড়ার নির্দেশ
উল্লেখ্য, চতুর্থ ধাপে ১০৭ উপজেলা পরিষদের নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ কোন রকম বিরতী ছাড়া চলবে বিকেল চারটা পর্যন্ত । নির্বাচন উপলক্ষে সংশ্লিষ্ট নির্বাচনি এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
উপজেলা নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ র্যাব, আনসার, এপিবিএন বিজিবির দেড়লাখ সদস্য মোতায়েন করা হয়েছে। প্রতিটি উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান এই তিনটি পদে দলীয় প্রতীকে নির্বাচন হচ্ছে। ১০৭টি উপজেলার মধ্যে ৫০টি উপজেলা ঝুকিঁপূর্ণ বিবেচনা করে অতিরিক্ত বিজিবি মোতায়েন করা হয়েছে।
সারাবাংলা/এমএইচ