Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অগ্নিকাণ্ড নাকি নাশকতা খতিয়ে দেখার আহ্বান মেয়র সাঈদ খোকনের


৩০ মার্চ ২০১৯ ১৫:১৪

সম্প্রতি সংঘটিত অগ্নিকাণ্ডগুলো নিছক দুর্ঘটনা নাকি এর পেছনে কোনো নাশকতা আছে তা নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। একারণে বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। ব্যবসায়ীদের মনোমালিন্য বা ভুল বোঝাবুঝির সুযোগে কেউ এ ধরনের ঘটনা ঘটাচ্ছে কিনা সে বিষয়ে সতর্ক থাকার জন্যও তিনি ব্যবসায়ীদেরও পরামর্শ দেন।

বিজ্ঞাপন

শনিবার (৩০ মার্চ) ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) অডিটরিয়ামে ‘নিরাপদ কেমিক্যাল ব্যবস্থাপনা, চকবাজার পরবর্তী প্রস্তুতি’ শীর্ষক মতবিনিময় সভায় মেয়র সাঈদ খোকন একথা জানান।

মেয়র বলেন, আমাদের জীবন-যাত্রার মানোন্নয়নের জন্য ব্যবসা। কিন্তু সে ব্যবসা যেন জীবনের বিনিময়ে না হয় সেদিকেও খেয়াল রাখতে। সেইসঙ্গে আর যেন কোনো নিরাপরাধ মানুষের জীবনহানি না হয় সেটিও নিশ্চিত করতে হবে আমাদের।

এসময় জাতীয় অর্থনীতিতে পুরনো ঢাকার ব্যবসায়ীদের অবদানের কথা স্মরণ করে মেয়র বলেন, নাগরিকদের জানমালের নিরাপত্তা রক্ষা করতে নগর কর্তৃপক্ষ দৃঢ়প্রতিজ্ঞ। তবে ব্যবসায়ীরা যেন সুন্দরভাবে ব্যবসা পরিচালনা করতে পারেন এবং কোন হয়রানির মধ্যে না পড়েন সেটা দেখা হবে।

অতি দাহ্য ৩৫টি কেমিক্যাল আইটেম টিসিবি-এর মাধ্যমে আনার ব্যাপারে অর্থ ও বাণিজ্য মন্ত্রণালয় এবং এনবিআর এর সঙ্গে সমন্বয়ের জন্য ব্যবসায়ীদের পরামর্শ দেন মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।

আলোচনা সভায় ব্যবসায়ীরা বাবু বাজার এলাকায় একটি ফায়ার স্টেশনের দাবি জানালে মেয়র প্রস্তাবে সমর্থন জানিয়ে ব্যবস্থা গ্রহণের জন্য ফায়ার ব্রিগেড ডিজিকে অনুরোধ জানান। সভায় ডিসিসিআই সভাপতি ওসামা তাসীর এর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন- ফায়ার ব্রিগেড ও সিভিল ডিফেন্সের ডিজি সাজ্জাদ হোসাইন, ব্যবসায়ী আরিফ হোসেন, ওয়াকার আহমেদ চৌধুরী প্রমুখ।

সারাবাংলা/এসএইচ/এনএইচ

অগ্নিকাণ্ড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর