Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খালেদাকে দুনিয়া থেকে সরিয়ে বাকশাল প্রতিষ্ঠায় মরিয়া শেখ হাসিনা


৩০ মার্চ ২০১৯ ১৩:০৮ | আপডেট: ৩০ মার্চ ২০১৯ ১৩:০৯

ঢাকা: কারাবন্দি বেগম খালেদা জিয়াকে কৌশলে দুনিয়া থেকে সরিয়ে দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল প্রতিষ্ঠায় মরিয়া হয়ে উঠেছেন বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শনিবার (৩০ মার্চ) সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

রুহুল কবির রিজভী বলেন, ‘শেখ হাসিনা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী। অথচ তার সেই চেতনায় গণতন্ত্র অনুপস্থিত। মুক্তিযুদ্ধের অন্তর্নিহিত স্পিরিটই ছিল গণতন্ত্র। শেখ হাসিনা ও তার দল মুক্তিযুদ্ধের চেতনা থেকে গণতন্ত্রকে মুছে দিয়ে বাকশালকে অন্তর্ভুক্ত করেছেন।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন চেতনা সন্ত্রাসের দ্বারা গণতন্ত্রকে দুরমুস করা এবং গণতান্ত্রিক শক্তির প্রতীক বিএনপি চেয়ারপারসন ও চারবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে আজ বন্দি করে রেখেছেন। তার ওপর চালানো হচ্ছে পরিকল্পিত নিষ্ঠুর নির্যাতন—যাতে তিনি বিনা চিকিৎসায় সেখান থেকেই দুনিয়া থেকে চলে যান।’

বিএসএমএমইউ এর প্রো-ভিসি, বিএমএ এর মহাসচিব, স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক এবং আরও একজন বিশেষজ্ঞ চিকিৎসক একদিন আগে গণমাধ্যমকে বলেছেন ‘বেগম খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা তাতে যেকোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে। তার স্বাস্থ্যের বর্তমান অবস্থা খুবই খারাপ এবং খুবই উদ্বেগজনক।’

বিশেষজ্ঞ চিকিৎসকদের এই বক্তব্য’র বিষয়টি সামনে এনে রিজভী বলেন, ‘সকলেই বেগম জিয়াকে উন্নত চিকিৎসা দেওয়ার সুপারিশ করেছেন। কিন্তু সরকার দেশনেত্রীর জীবন নিয়ে ছিনিমিনি খেলছে। স্বৈরতন্ত্রের বন্দিশালা থেকে যিনি বারবার গণতন্ত্র ফিরিয়ে আনতে আপসহীন সংগ্রাম করেছেন তাকে কৌশলে দুনিয়া থেকে সরিয়ে দিয়ে গণতন্ত্র বিনাশী ভয়ঙ্কর একদলীয় শাসন বাকশাল প্রতিষ্ঠার জন্য মরিয়া হয়ে উঠেছেন শেখ হাসিনা।’

বিজ্ঞাপন

‘আমরা আবারও দ্ব্যর্থহীন কন্ঠে বলতে চাই, এই মুহূর্তে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি না দিলে রাজপথ শূন্য ও আওয়াজহীন থাকবে না। অধিকার বঞ্চিত মানুষ প্রতিরোধ-প্রতিশোধের জন্য এখন ফুঁসছে। যেকোনো মূহুর্তে বাঁধ ভেঙ্গে যাবে এবং জনতার ঢল ধেয়ে গিয়ে উল্টে দেবে ক্ষমতাসীনদের সিংহাসন— বলেন রুহুল কবির রিজভী।

তিনি বলেন, ‘একটি ভবনের ধোঁয়া অপসারিত হতে না হতেই আরেকটি উঁচু ভবনের অগ্নিকুণ্ডের ধোঁয়া সারা আকাশে বিস্তার লাভ করেছে। একটি বেদনাঘন শোক কাটতে না কাটতেই আরেকটি গভীর শোক আমাদেরকে আচ্ছন্ন করছে। দেশবাসী যেন একটা বিশাল বিস্তৃত গোরস্থানের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছে।’

রিজভী বলেন, ‘চকবাজারের চুড়িহাট্টায় অগ্নিকাণ্ডের মর্মস্পর্শী মৃত্যুর শোক কাটতে না কাটতেই বনানীর এফআর টাওয়ারের আগুনে পুড়ে মৃত্যুর ট্র্যাজেডি দেশবাসীকে শোকে বেদনায় নির্বাক করে দিয়েছে। স্বজন হারানোর বেদনায় যন্ত্রণাকাতর মানুষ আর্তনাদ করছে।’

সারাবাংলা/এজেড/জেএএম

খালেদা জিয়া বিএনপি রিজভী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর