Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সড়কে চলন্ত মোটরসাইকেল উল্টে শিক্ষানবীশ আইনজীবীর মৃত্যু


৩০ মার্চ ২০১৯ ০০:৩৮ | আপডেট: ৩০ মার্চ ২০১৯ ০০:৪০

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে চলন্ত মোটর সাইকেল উল্টে গিয়ে সড়কে এক শিক্ষানবীশ আইনজীবীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৯ মার্চ) রাত সোয়া ১০টার দিকে হাটহাজারী উপজেলার মদুনাঘাট এলাকায় এই ঘটনা ঘটেছে। জানা গেছে, নিহত সাজ্জাদ হোসাইন (২২) চট্টগ্রাম নগরীর আলফালাহ গলির বাসিন্দা মোহাম্মদ হোসাইনের ছেলে।

বেসরকারি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২১তম ব্যাচের শিক্ষার্থী সাজ্জাদ স্নাতক শেষ করে চট্টগ্রাম আদালতে শিক্ষানবিশ আইনজীবী হিসেবে কাজ করছিলেন।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়িতে দায়িত্বরত নায়েক আমির হোসেন সারাবাংলাকে বলেন, ‘সাজ্জাদ নিজেই মোটরসাইকেল চালিয়ে নগরীর দিকে ফিরছিলেন। মদুনাঘাট সেতুর কাছে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় এবং সাজ্জাদ ছিটকে পড়েন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

সাজ্জাদ ছাত্রলীগের রাজনীতির সঙ্গেও জড়িত ছিলেন। এছাড়া স্ট্রিট লিগ্যাসি, জয় নিশান নামে বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গেও যুক্ত ছিলেন বলে জানা গেছে।

সারাবাংলা/আরডি/টিআর

মোটরসাইকেল দুর্ঘটনা শিক্ষানবীশ আইনজীবী সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর