তৃতীয়বারের মতো পার্লামেন্টে প্রত্যাখ্যাত টেরিজা মে
২৯ মার্চ ২০১৯ ২১:১৫ | আপডেট: ২৯ মার্চ ২০১৯ ২৩:৪০
ব্রেক্সিট চুক্তির অংশ-বিশেষের ওপর পার্লামেন্টের বিশেষ ভোটে আবারও হেরেছেন প্রধানমন্ত্রী টেরিজা মে। এমপিরা তার প্রস্তাবিত চুক্তি বাতিল করেছে ৩৪৪-২৮৬ অর্থাৎ ৫৮ ভোটের ব্যবধানে। শুক্রবার (২৯ মার্চ) পার্লামেন্ট সদস্যরা ব্রেক্সিট চুক্তির আইরিশ ব্যাক-স্টপ পরিকল্পনা, বিচ্ছেদ বিল ও নাগরিক অধিকারের ওপর ভোট দিয়েছেন। কিন্তু ব্রেক্সিটের পর ইইউ ও যুক্তরাজ্যের সম্পর্ক কি রকম হবে সে বিষয়ে কোন ভোট হয়নি। খবর বিবিসির।
পরাজয়ের পর টেরিজা মে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জানান, এমপিদের এই সিদ্ধান্তের ফলে জটিলতা বাড়বে। ১২ এপ্রিলে যুক্তরাজ্যকে বাধ্যবাধকতার মধ্য দিয়ে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ছাড়তে হতে পারে। এক্ষেত্রে কার্যকর হতে পারে ‘নো ডিল’ ব্রেক্সিট।
আরও পড়ুন- গোলকধাঁধার ব্রেক্সিট: এই নাটকের শেষ কোথায়?
এদিকে এই ফলাফলের পর লেবার দলের নেতা জেরেমি করবিন টেরিজা মে’কে পদত্যাগের আহ্বান জানিয়ে বলেছেন, পুনরায় নির্বাচন আয়োজন করতে।
ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক টুইট করে জানিয়েছেন, হাউজ অব কমন্স চুক্তি প্রত্যাখ্যান করায় তিনি আগামী ১০ এপ্রিল ইউরোপিয়ান কাউন্সিলের সভা আহ্বান করবেন।
এর আগে, ব্রেক্সিট প্রস্তাবের ওপর প্রথমবার হওয়া ভোটে গত ১৬ জানুয়ারি ৪৩২-২০২ ভোটে পরাজিত হয়েছিলেন মে। সেটি ছিল ব্রিটিশ পার্লামেন্টের ইতিহাসে সবচেয়ে বড় পরাজয়। পরবর্তীতে ১২ মার্চ ব্রেক্সিট চুক্তি বিষয়ে প্রধানমন্ত্রী টেরিজা মে’র সংশোধনী প্রস্তাবও পার্লামেন্টের নিম্নকক্ষ হাউজ অব কমন্সে হেরে যায় ১৪৯ ভোটের ব্যবধানে। টেরিজা মের প্রস্তাবের পক্ষে ২৪২ ভোট পড়লেও বিপক্ষে ভোট দিয়েছেন ৩৯১ জন এমপি।
সারাবাংলা/ এনএইচ