Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাবির ভর্তি পরীক্ষায় নৈর্ব্যক্তিকের পাশাপাশি লিখিত পরীক্ষাও হবে


২৯ মার্চ ২০১৯ ১৪:৪৯

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০১৯-২০ সালের প্রথম বর্ষের স্নাতক সম্মান ভর্তি পরীক্ষায় নৈর্ব্যক্তিকের পাশাপাশি লিখিত পরীক্ষাও দিতে হবে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের। বৃহস্পতিবার (২৮ মার্চ) রাতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত হয়।

একাধিক সিন্ডিকেট সদস্য সারাবাংলাকে এই তথ্য নিশ্চিত করেছেন। সিন্ডিকেট সদস্যরা জানিয়েছেন, ১০০ নম্বরের পরীক্ষায় এমসিকিউ বা নৈর্ব্যক্তিক থাকবে ৬০ নম্বরের, আর লিখিত থাকবে ৪০ নম্বরের পরীক্ষা।

বিজ্ঞাপন

কয়েক বছর ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ভর্তি পরীক্ষায় ডিজিটাল ডিভাইস যন্ত্র ব্যবহার করে জালিয়াতির কারণে পরীক্ষা পদ্ধতিতে পরিবর্তন আসবে বলে কর্তৃপক্ষ জানিয়েছিলেন। তারই অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের নীতি-নির্ধারণী সর্বোচ্চ বডি সিন্ডিকেটে এই সিদ্ধান্ত নিল।

সারাবাংলা/কেকে/এনএইচ

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ভর্তি পরীক্ষা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর