Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজবাড়ীতে কৃষককে গুলি করে হত্যা


২৯ মার্চ ২০১৯ ১১:৫৬

রাজবাড়ী: রাজবাড়ীর পাংশায় ওহাব খাঁ (৫২) নামে এক কৃষককে গুলি করে হত্যা করেছে দুবৃর্ত্তরা। বৃহস্পতিবার (২৮ মার্চ) রাত ১০ টার দিকে তার বাড়ির পাশে এ ঘটনা ঘটেছে। রাজবাড়ী অতিরিক্ত পুলিশ সুপার মো. ফজলুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মৃত ওহাব উপজেলার কলিমহর ইউনিয়নের লাহিনী লঘুনাথপুর গ্রামের মনছুর খানের ছেলে।

মৃতের স্বজনরা জানান, বৃহস্পতিবার রাত ১০টার দিকে ওহাবের বাড়ির পাশে দুলাল নামে এক আওয়ামী লীগ কর্মীকে মারধর করছিলো কয়েকজন দুবৃর্ত্ত। এ সময় দুলালের চিৎকার শুনে ওহাব এগিয়ে গেলে দুবৃর্ত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়। পরে পরিবারের লোকজন ও স্থানীয়রা ওহাবকে কুষ্টিয়ার খোকসা উপজেলা কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুনরাজবাড়ীতে ইয়াবা বিক্রেতা দুই ভাইকে কারাদণ্ড

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (পাংশা সার্কেল) মো. ফজলুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তবে কে বা কারা তাকে গুলি করেছে সেটা এখনও জানা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পাংশা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সারাবাংলা/এমএইচ

গুলি করে হত্যা রাজবাড়ী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর