Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হত্যাকাণ্ড হিসেবেই দা‌য়ীদের বিরুদ্ধে মামলা: শ ম রেজাউল


২৯ মার্চ ২০১৯ ১০:৫৬ | আপডেট: ২৯ মার্চ ২০১৯ ১১:৩৫

ঢাকা: এফ আর টাওয়ার ভবনের আগুনের ঘটনায় হত্যাকাণ্ড হি‌সে‌বেই দা‌য়ীদের বিরু‌দ্ধে মামলা হ‌বে বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম।

তিনি বলেন, ‘ভবন নির্মাণে ত্রু‌টি ও অনুমোদনহীন নকশার জন্য দা‌য়ী যেই হোন না কেন তাকে তদন্তের মাধ্যমে শা‌স্তির আওতায় আনা হবে।’ এটা প্রধানমন্ত্রীর নির্দেশ বলেও উল্লেখ করেন তিনি।

শুক্রবার (২৯ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে বনানীর এফআর টাওয়ার পরিদর্শনে এসে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, যেসব অবৈধ ভবন রয়ে‌ছে সেগু‌লো ভেঙে ফেলা হবে। এসব ভবন নির্মা‌ণের সঙ্গে রাজউকের যেসব কর্মকর্তা জড়িত আছেন তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়‌া হবে। ভবন অনু‌মোদ‌নের সময় রাজউকের সেই সময়ের চেয়ারম্যানসহ সংস্থার সং‌শ্লিষ্ট‌দের খোঁজা হচ্ছে। তাদেরকেও আইনের আওতায় আনা হবে।

আগুনের ঘটনায় ফৌজদা‌রিসহ তদন্তের আলোকে যে ধরনের মামল‌া দেওয়া যায় সেই ধরনে মামলা হবে ব‌লে‌ জানিয়েছেন গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম।

১০ দি‌নের ম‌ধ্যে বনানীর সব ভব‌নের কাগজপত্র তলব ক‌রে‌ছেন উল্লেখ করে গণপূর্তমন্ত্রী আরো বলেন, তদন্ত সাপে‌ক্ষে ব্যবস্থা নেওয়া হ‌বে। আর সি‌টি কর‌পো‌রেশন ও রাজউক যৌথ ভা‌বে অ‌ভিযান চালা‌বে অনু‌মোদনহীন ভবনগু‌লোর বিরুদ্ধে।

সারাবাংলা/এসএস/জেএএম

আরও পড়ুন

বনানীতে আগুনের ঘটনায় ১৩ জন নিখোঁজের দাবি স্বজনদের

বনানীর অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শোক

গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম প্রধানমন্ত্রীর নির্দেশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর