Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এফআর টাওয়ারের আগুনে হতাহত, এরশাদের শোক


২৯ মার্চ ২০১৯ ০৬:২২ | আপডেট: ২৯ মার্চ ২০১৯ ০৭:২৩

ঢাকা: বানানী এফআর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় শোক ও দুঃখপ্রকাশ করেছেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসইেন মুহম্মদ এরশাদ।

বৃহস্পতিবার (২৮ মার্চ) এক শোকবার্তায় তিনি এ ঘটনায় নিহতদের আত্মার শান্তি কামনা করেন। পাশাপাশি শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালীর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগুনে দগ্ধদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার দাবিও জানান সাবকে রাষ্ট্রপতি হুসইেন মুহম্মদ এরশাদ। অগ্নিকাণ্ডে নিহত ও আহতদরে পরিবারকে যুক্তিযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান তিনি। তদন্তে দুর্ঘটনার জন্য দায়ী অথবা কর্তব্যে অবহলোর প্রমাণ মিললে দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবিও জানান তিনি।

এছাড়াও শোক প্রকাশ করেছেন বিরোধী দলীয় উপনতো ও জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ এবং পার্টির মহাসচিব ও বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা।

সারাবাংলা/ইএইচটি/টিআর

এফআর টাওয়ার এফআর টাওয়ারে আগুন শোক হুসেইন মুহম্মদ এরশাদ

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর