Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এফআর টাওয়ারে আগুন: ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের ৮ সদস্যের কমিটি


২৮ মার্চ ২০১৯ ২২:৩৭ | আপডেট: ২৯ মার্চ ২০১৯ ০১:৫৭

ঢাকা: রাজধানীর বনানীতে এফআর টাওয়ারের আগুনের ঘটনা  তদন্তে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের আট সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ মার্চ) সন্ধ্যায় ক্ষতিগ্রস্ত এফআর টাওয়ারের পাশে হোটেল সেরিনার লবিতে এক ব্রিফিংয়ে দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফজলুর রহমানকে প্রধান করে কমিটি করা হয়েছে। কমিটিতে মন্ত্রণালয়ের আরও একজন অতিরিক্ত সচিব, পুলিশ, ফায়ার সার্ভিস, ঢাকা উত্তর সিটি করপোরেশন, ঢাকা জেলা প্রশাসন, বুয়েট ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে একজন করে সদস্য থাকছেন বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী বলেন, আমি এই ঘটনায় দুঃখ প্রকাশ করছি। চুরিহাট্টার শোক কাটতে না কাটতেই নতুন শোকে পড়তে হলো।

ভবন নির্মাণে কোনো ত্রুটি ছিল কিনা, জানতে প্রতিমন্ত্রী বলেন, তদন্তে কোনো গাফিলতি থাকলে সবার কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে।

এর আগে আগুনের সূত্রপাত কীভাবে এবং কী পরিমাণ ক্ষতি হয়েছে তা খতিয়ে দেখতে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স। বৃহস্পতিবার (২৮ মার্চ) সন্ধ্যায় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসেন সারাবাংলাকে এই তথ্য জানান।

সারাবাংলা/ইউজে/এসবি

ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় বনানী আগুন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর