Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এফআর টাওয়ারে অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না: ফায়ার সার্ভিস


২৮ মার্চ ২০১৯ ২০:৫৭ | আপডেট: ২৮ মার্চ ২০১৯ ২২:৫২

ঢাকা: রাজধানীর বনানীর এফআর টাওয়ারের কোনো অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না বলেই জানিয়েছে ফায়ার সার্ভিস।

বৃহস্পতিবার (২৮ মার্চ) সন্ধ্যায় এক প্রেস ব্রিফিং-এ ফায়ার সা‌র্ভিসের উপ-প‌রিচালক দিলীপ কুমার ঘোষ বলেন, ভবনের জরুরি বহির্গমন ব্যবস্থায় সমস্যা ছিল। নিহতের সংখ্যা ১৯ আর আহত ৭০ বলে তিনি জানান।

এদিকে, সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ফায়ারের উপ-পরিচালক (প্রশাসন) শামীম হাসান সাংবাদিকদের বলেন, একটি উঁচু ভবনে অগ্নি নিরাপত্তার যে ব্যবস্থা থাকা দরকার, তা এই ভবনে ছিল না। আগুন নেভাতে গিয়ে আমরা বারবার বাধার সম্মুখীন হয়েছি। তিনি আরও জানান, আগুন নেভাতে ফায়ার সার্ভিসের কোনো ধরনের গাফিলতি ছিল না।

আগুনের সূত্রপাত সপ্তম বা অষ্টম তলা থেকে হয়েছে জানিয়ে শামীম হাসান বলেন, আগুন লাগার কারণ তদন্ত ছাড়া বলা যাচ্ছে না।

ফায়ারের কর্মকর্তা শামীম জানান, এখন পর্যন্ত ১৯‌টি লাশ উদ্ধার করা হয়েছে। ভবনের অগ্নিনির্বাপণ ব্যবস্থার গাফিলতি ছিল বলে এই কর্মকর্তাও জানান। তিনি আরও বলেন, চার‌টি ফ্লোরের বাইরে আগুন ছড়িয়ে পড়তে দেওয়া  হ‌য়নি। ৫ সদস্যের তদন্ত ক‌মি‌টি গঠন করা হয়েছে।

সারাবাংলা/ইউজে/এসএ/এনএইচ

এফআর টাওয়ারে আগুন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর