Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বনানীতে আগুন: স্ক্যানওয়েল লজিস্টিকসের ৩ জনের মৃত্যু, নিখোঁজ ২


২৮ মার্চ ২০১৯ ২১:১৪ | আপডেট: ২৯ মার্চ ২০১৯ ০২:০৩

ঢাকা: বনানীর এফআর টাওয়ারে ভয়াবহ আগুনের ঘটনায় বহুজাতিক কোম্পানি ‘স্ক্যানওয়েল লজিস্টিকস’-এর তিন কর্মকর্তার  মৃত্যুর খবর পাওয়া গেছে। এ দুর্ঘটনায় নিখোঁজ রয়েছেন কোম্পানিটির আরও দুই কর্মকর্তা।

বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুরে বনানী এফ আর টাওয়ারের অগ্নিকাণ্ডে ২১ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে  ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে।

স্ক্যানওয়েল লজিস্টিকসের কর্মকর্তা মাহমুদ সারাবাংলাকে বলেন, ‘আগুনের সময় আমরা এফ আর টাওয়ারের ১০ তলায় ছিলাম। আগুনের পর বিল্ডিং-এর সামনে ঝুলে থাকা ক্যাবল (তার) ধরে কোনোভাবে প্রাণ নিয়ে নেমে আসি। অফিসের তিন জনের মৃত্যু সংবাদ পেয়েছি। দুই জনের কোনো খোঁজ মেলেনি। মৃত তিন জন হলেন, আমেনা ইয়াসমিন, নিরস ভিগনেরাজা ও পারভেজ।  এছাড়া আতিক  ও ফরিদা খানম নামে আরও দুই কর্মকর্তার কোনো সংবাদ পাচ্ছি না। এর মধ্যে নিরস ভিগনেরাজা শ্রীলঙ্কান নাগরিক ছিলেন।

ডানপাশে দাঁড়িয়ে নিরস চন্দ্র

এদিকে, মৃত নিরস চন্দ্রের মৃতদেহ নিতে শুক্রবার ঢাকায় আসছেন তার স্বজনরা। এমনটাই জানিয়েছেন বাংলাদেশের একটি বহুজাতিক কোম্পানিতে চাকরি করা অজন্তা। তিনি জানান নিরস ভিগনেরাজা ঢাকার একটি আবাসিক এলাকায় তার মায়ের সঙ্গে থাকতেন।

সারাবাংলা/এসবি/এমএইচ

এফআর টাওয়ারে আগুন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর