‘সব রোগীর চিকিৎসা হবে বিনামূল্যে’
২৮ মার্চ ২০১৯ ২০:৩৬ | আপডেট: ২৯ মার্চ ২০১৯ ০২:০৩
ঢাকা: বনানীর এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় আহতদের বিনামূল্যে চিকিৎসা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ। তিনি জানান, এই দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসাসেবা দেওয়ার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় নিবিড়ভাবে কাজ করে চলেছে।
সারাবাংলাকে অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ বলেন, আহতদের চিকিৎসার জন্য সব সরকারি-বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোকে প্রস্তুত রাখা হয়েছে। প্রয়োজনীয় অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে প্রস্তুত রাখা হয়েছিল। এখন পর্যন্ত ২৫ জন আহত রোগীকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং ঢাকা মেডিকেল কলেজে ১ জন রোগিকে ভর্তি করা হয়েছে।
এই ঘটনা এখন পর্যন্ত ২১ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া বিভিন্ন হাসপাতালে ৭০ জন চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
সারাবাংলা/জেএ/এমএনএইচ