Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়ায় বাসচাপায় অটোরিকশা চালকের মৃত্যু


২৮ মার্চ ২০১৯ ১৮:৪২

বগুড়া: বগুড়ার শেরপুর উপজেলায় শ্যামলী পরিবহনের বাস চাপায় চাঁন মিয়া (৩৫) নামের এক অটোরিকশা (ভটভটি) চালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৮ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার ছোনকা বাজারে এই দুর্ঘটনা ঘটে। নন্দীগ্রাম কুন্দারহাট ফাঁড়ির ইনচার্জ (এসআই) কাজল কুমার নন্দী এই তথ্য নিশ্চিত করেছেন।

মৃত চাঁন মিয়া লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার গন্ধমরিয়া গ্রামের আব্দুল হামিদের ছেলে।

এসআই কাজল কুমার নন্দী জানান, স্থানীয় একটি অটোমিল থেকে চালবোঝাই করে ভটভটিটি মহাসড়ক পার হচ্ছিল। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা বগুড়াগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো ব-১৫-০৯৫২) ওই ভটভটিকে চাপা দেয়। এতে ভটভটির চালক গুরুতর আহত হন। পরে স্থানীয়রা  চালককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পরপরই বাসটির চালক ও হেলপার পালিয়ে গেছে বলে জানান তিনি।

সারাবাংলা/এমএইচ

আরও পড়ুন

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু, তিনটি বাস ভাঙচুর

অটোরিকশা ভটভটি চালক সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর