Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উৎসুক জনতাকে সরে যাওয়ার অনুরোধ মেয়র আতিকুলের


২৮ মার্চ ২০১৯ ১৮:০৩ | আপডেট: ২৯ মার্চ ২০১৯ ০২:০০

ঢাকা: উদ্ধার কাজের সুবিধার্থে উৎসুক জনতাকে সরে যেতে অনুরোধ করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।

মেয়র বলেন, ‘আমি আপনাদের অনুরোধ করছি এখান থেকে সরে যান। এখানে অযথা ভিড় করবেন না। এতে করে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। উদ্ধার কর্মীরা স্বাভাবিকভাবে তাদের কাজ করতে পারছে না। আপনারা তাদের সহযোগিতা করুন। এখান থেকে সরে যাওয়াটাই সহযোগিতা।’

বৃহস্পতিবার (২৮ মার্চ) বিকেলে বনানীর ১৭ নম্বর রোডের এফআর টাওয়ারে লাগা ভয়াবহ আগুনের ঘটনায় ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে মেয়র এ অনুরোধ জানান।

মেয়র বলেন, এখানে সেনা, নৌ, বিমান বাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার কাজ করছে। আগুন অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। আশা করছি, খুব শিগগিরই আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।

দেশবাসীর কাছে দোয়া কামনা করে মেয়র বলেন, আপনারা দোয়া করবেন, আমরা যেন সবাইকে নিরাপদে উদ্ধার করতে পারি।

সারাবাংলা/এমএমএইচ/জেএএম

মেয়র আতিকুল ইসলাম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর