Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিক্ষিকাকে বদলির জন্য ঘুষ নিয়ে ধরা শিক্ষা কর্মকর্তা


২৮ মার্চ ২০১৯ ১৬:৫৩

চট্টগ্রাম ব্যুরো: বদলির জন্য শিক্ষিকার কাছ থেকে ঘুষ নেওয়ার সময় চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা শিক্ষা কর্মকর্তাকে হাতেনাতে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (২৮ মার্চ) বিকেল ৩টার দিকে আজিমেল কদর নামে এই কর্মকর্তাকে ফটিকছড়ি উপজেলা সদরে নিজ কার্যালয় থেকে গ্রেফতার করা হয়েছে।

দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক লুৎফুল কবির চন্দন সারাবাংলাকে বলেন, একজন শিক্ষিকার অভিযোগের পরিপ্রেক্ষিতে ঘুষের ১০ হাজার টাকাসহ হাতেনাতে তাকে গ্রেফতার করা হয়েছে। বদলির আশ্বাস দিয়ে এই টাকা তিনি ওই শিক্ষিকার কাছ থেকে নিয়েছিলেন।

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার উত্তর পাইন্দং বেড়াজালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা তাসলিমা আক্তার দুদকের ককাছে এই অভিযোগ করেছিলেন।

দুদক কর্মকর্তা চন্দন জানান, ১৫ হাজার টাকার বিনিময়ে ওই শিক্ষিকাকে বদলিতে সম্মত হয়েছিলেন আজিমেল কদর। শিক্ষিকা দুদককে জানিয়ে ১০ হাজার টাকা নিয়ে গিয়েছিলেন।

আজিমেল কদরের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে তিনি জানিয়েছেন।

সারাবাংলা/আরডি/টিআর

ঘুষ নেওয়ার সময় হাতেনাতে ধরা বদলির জন্য ঘুষ শিক্ষা কর্মকর্তা

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

আরো

সম্পর্কিত খবর