এফআর টাওয়ারে আগুন: লাফিয়ে নিহত ১
২৮ মার্চ ২০১৯ ১৫:২২ | আপডেট: ২৮ মার্চ ২০১৯ ১৫:৫১
ঢাকা: বনানীর ২২ তলাবিশিষ্ট এফআর টাওয়ারে লাগা আগুন থেকে বাঁচতে লাফ দিয়ে নিচে নামার সময় পড়ে মারা যান নীরস (৩৫) নামের একজন। বৃহস্পতিবার (২৮ মার্চ) বিকেল তিনটার দিকে ভবনটির সাত তলা থেকে লাফ দিয়ে নামতে গেলে নিচে পড়ে তিনি মারা যান। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কুর্মিটোলা জেনারেল হাসপাতালের দায়িত্বরত একজন চিকিৎসক।
নাম প্রকাশে অনিচ্ছুক এই চিকিৎসক জানান, তার মাথায় আঘাত ছিল, বাম হাত ও বাম পা ভাঙা ছিল। পড়ে গিয়ে সেগুলো বাঁকা হয়ে যায়। দ্রুত তাকে ইসিজি করার পর তাকে মৃত ঘোষণা করা হয়েছে। এছাড়া, অনেক রোগীকে নিয়ে আসা হয়েছে এই হাসপাতালে। তাদের চিকিৎসা চলছে বলেও এই চিকিৎসক জানান।
আরও পড়ুন: বনানীর এফআর টাওয়ারে আগুন, প্রতি মুহূর্তের আপডেট
ফায়ার সার্ভিস জানায়, নবম তলা থেকে আগুনর সূত্রপাত ঘটেছে। ভেতরে অনেকেই আটকা পড়েছেন, হতাহতের আশঙ্কা অনেক। ইতোমধ্যে আটজন ওই ভবন থেকে লাফিয়ে পড়েছেন। এঘটনায় আহত শ্রীলংকান এক নাগরিককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভবনের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে নৌবাহিনী ও ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট। ভবনে আটকা পড়েছে অনেকেই। আটকেপড়াদের উদ্ধারে বিমানবাহিনীর দুটি হেলিকপ্টারকে আকাশে টহল দিচ্ছে দেখা গেছে।
সারাবাংলা/জেএ/এমএনএইচ